যদি স্বামী তার স্ত্রীকে বলে, "তুমি যখন চাইবে তখন তুমি আমাকে (অর্থাৎ, স্বামীকে) তালাক দিতে পারবে",
১) এর দ্বারা কি স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে?
২) এরপর স্ত্রী কাজী অফিসে গিয়ে নিজের নফসের উপর তালাক দিলে কি তালাক পতিত হবে? কেননা, স্বামী তো স্ত্রীকে নিজের উপর তালাকের অধিকার দেয়নি। বরং, স্বামীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছিল।
দয়া করে দ্রুত জানাবেন।