আসসালমুআলাইকুম হুজুর, আমি খুবই ওয়াসওয়াসা রুগী, মারাক্তক ওয়াসওয়াসা রুগী।
১. আমি নামাজ সম্পূর্ণ কায়দায় জানিনা , একটা সূরা জানি শুধু তাই দিয়ে নামাজ পড়ি। আমার বন্ধু আমাকে একদিন মাগরিব এর নামাজ পড়াতে বললো , সে আর আমি ছিলাম, দুই জন। আমি যা জানি তাই দিয়ে নামাজ পরলাম, আমি দুয়া দুরুদ শরীফ কিছু ই জানিনা , যা জানি তাই দিয়ে নামাজ পড়েছি। তিন রাকাত নামাজ এর জায়গাতে ৪ রাকাত হয়ে গিয়েছিল আর সূরা জানিনা তাই উচ্চরণ করে বলতে পারিনি। নামাজ ভুল হওয়ার জন্য পরে আবার নতুন করে পড়ে নিয়েছি। ৩ বছর আগের কথা। আমি নামাজ নিয়ে কোনো ঠাট্টা বা তামাশা করিনি আল্লাহ কসম । আমার নামাজ না জানার কারণে ভুল হয়েছিলো। আল্লাহ কসম ভুল করে নামাজ ভুল হয়ে গিয়েছিল। এর জন্য কি ঈমান চলে যাবে? ভুল বশত হয়ে গিয়েছিল। পরে আবার তিন রাকাত নামাজ পড়ে নিয়েছি। আল্লাহ কসম ভুলে হয়েছিল। এর জন্য কি ঈমান চলে যাবে?
২. আজকে ইফতার এর সময় হয়ে গিয়েছে, দিয়ে ১ মিনিট বাকি আছে আমার শাশুড়ি কে বলছি , অজু টোজু করে নেন আর সময় নেই। যেমন সবাই বলে খাওয়া দাওয়া সেরে নেন। তেমন ই ভুল করে অজু টোজু করে নেন সময় নেই তাই বলে ফেলেছি। একদম ভুল বশত হয়ে গিয়েছে। আল্লাহ কসম ভুল করে হয়ে গিয়েছে, মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, এর জন্য কি ঈমান চলে যাবে? কথার টানে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে আল্লাহ কসম। এর জন্য কি ঈমান চলে যাবে?
৩. আজ মাগরিব এর ফরয নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়তে যাবো দেখছি যে জায়নামাজ টা একটু বাঁকা হয়ে গিয়েছে আমি আবার পা দিয়ে সোজা করে নিয়েছি। আমি ওয়াসওয়াসা রুগী দিয়ে মনে হলো জায়নামাজে মসজিদ এর ছবি আছে পাপ হবে। কিন্তু হুজুর যেখানে মসজিদ আঁকা ছিল সেখানে পা দেইনি সাইড এ পা দিয়ে সোজা করে নিয়েছি। দিয়ে ভয় হচ্ছে ঈমান চলে যাবে নাকি?? আল্লাহ কসম হুজুর ভুল বশত পা দিয়ে সোজা করেছি। আল্লাহ কসম ভুল করে হয়েছে এর জন্য কি ঈমান চলে যাবে??
ঈমান চলে গেলে শেষ হয়ে যাবো ।
***হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো , ঈমানের কোনো সমস্যা হয়নি তো??