আসসালামু আলাইকুম, ,
প্রশ্ম) আমি ভাইয়ের দোকানে কাজ করি এবং কাজের বিষয় নিয়ে আমার ভাইয়ের সাথে আমার কথা কাটাকাটি হয়। বিষয়টি আমার স্ত্রী জানতে পারে। এখন আমি কাজ করার বিষয়ে কি সিদ্ধান্ত নিবো সেটা আমার স্ত্রী ফোন করে জানতে চায়। তখন আমি কি সিদ্ধান্ত নিবো কাজের বিষয়ে সেটা স্ত্রীকে ফোনে বলি কিন্তু আমার ভাইকে উদ্দেশ্য করে বলি,
"যদি কাজ করি তাহলে ভাই হিসেবে আমার উপর আপনার ( মানে আমার উপর আমার ভাইয়ের ) কোন অধিকার থাকবে না এবং আপনার উপর ( আমার ভাইয়ের উপর আমার ) আমার ভাই হিসেবে কোন অধিকার থাকবে না। আমি দোকানে কর্মচারী হিসেবে কাজ করবো"
এখানে প্রশ্ন হচ্ছে অধিকারের যেই বিষয়টি আলোচনা করেছি ফোনে স্ত্রীর সাথে সেটা কিন্তু আমার ভাইকে উদ্দেশ্য করে বলেছি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে বলিনি এবং বলার সময় আমার মনে কোন নিয়ত ও ছিলোনা।
স্ত্রীর সাথে এরুপ আলোচনা করার কারনে কোন সমস্যা হবে।