আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
91 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (6 points)
বর্তমানে ঘরের বাহিরে নারীরা কোথাও নিরাপদ নয় ৷ বেশির ভাগ জায়গায় ফ্রি-মিক্সিং থাকার কারনে ; প্রয়োজনের খাতিরে ঘর থেকে বের হওয়া চাকরীজীবি নারীরা ফিতনার সম্মুখীন হন ৷ এই সকল বিষয় বিবেচনায় এনে আমি একটি বিজনেস মডেল তৈরী করেছি ৷ তা হল : এই প্রতিষ্ঠানের সকল  স্তরেই থাকবে নারী | এবং প্রায় 95% কাজ সম্পন্ন হবে অনলাইনে ৷ কর্মীরা ঘরে বসে কাজ করবে ৷ এবং অবশ্যই কাজটা হালাল হবে ৷ এখানে হালাল পণ্য নিয়ে কাজ করা হবে ৷ এই মডেলটা ই-কর্মাস মডেল এর ন্যায় ৷ তবে পার্থক্য হচ্ছে ; এখানে বিষয়টি কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং সচরাচর ই-কর্মাস ব্যবসায়ীদের মতো এতো কাজের প্রেশার  কারো উপর থাকবে না ৷ কারন , এখানে প্রত্যেকটি কাজ ভাগ করে নেওয়া হবে ৷ এই কাজের উদ্দেশ্য :

১ . যে সকল নারীর অর্থ উপার্জনের প্রয়োজন ; তাদের ঘরের বাহিরে যেতে হবে না ৷

২. কাজ ভাগ করে নেওয়ার ফলে " কাজের প্রেশার " কম হবে ৷ ফলে বেশি বেশি ইবাদতে সময় দিতে পারবে ৷

৩. অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠা করা কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার ; যা সবার পক্ষে করা সম্ভব নয় ৷ কিন্তু এই প্রতিষ্ঠানের মাধ্যমে যার অর্থনৈতিক সার্পোট দরকার ; সে অতি সহজেই এখানে চাকরি পাবে ( কোনো ডিগ্রী ও অভিজ্ঞতা ছাড়াই ) ইনশাআল্লাহ |

*** এই বিজনেস মডেল এ যদি কোনো ভুল থাকে , তবে তা সংশোধন করে দেওয়ার জন্য বিশেষ ভাবে  অনুরোধ করছি ৷ আমিও একজন IOM এর ছাত্রী এবং ই-কমার্স ব্যবসায়ী ৷ কঠিন বাস্তবতার  নিরিখে এরূপ চিন্তা ৷ আপনাদের সহযোগিতা কামনা করছি ৷

1 Answer

0 votes
by (713,880 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মোল্লা আলী কারী রাহ মিরকাত কিতাবের১৮৭৫ নং হাদীসের ব্যখ্যায় লিখেন,
 (تحب الصدقة) أي: إعطاءها، وكانت لها صناعة واكتساب معيشة باليد وهذا معنى آخر لليد، فأطولكن يدا بمعنى أفضلكن يدا؛ حيث إنها تأكل من كسب يدها وتتصدق بيدها من كد يدها
যায়নাব রাযি দান করতে ভালবাসতেন।যায়নাব রাযির পেশা ও উপার্জন ছিল,যায়নাব রাযি নিজ হাতের উপার্জন হতে খেতেন,এবং সদকাহ করতেন।

বিস্তারিত জানুন-৫২৪

সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পর্দার আড়ালে থেকে ফরয নফল মুস্তাহাব ইবাদত গুলো আদায় পূর্বক ব্যবসা বাণিজ্য করা নারীদের জন্যও জায়েয আছে।আব্দুর রহমান ইবনে আউফ রাযি কে রাসূলুল্লাহ সাঃ ব্যবসার অনুমোদন দিয়েছিলেন।তাছাড়া উত্তরসূরীদের কে স্বাবলম্বী রেখে যাওয়া নফল ইবাদত থেকেও উত্তম বলে হাদীসে এসেছে।তবে সমস্ত ধ্যানধারণা সম্পদ উপার্জনে নিবিষ্ট করা যাবে না বরং আখেরাতের ফিকিরকে সর্বদা মনে রাখতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3410

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার উদ্যোগ প্রশংসনীয়। চালিয়ে যেতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...