আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহ শায়খ,
১.আমার মায়ের কিছু গচ্ছিত টাকা আছে যা কোনো ব্যবসায় খাটানো সম্ভব হচ্ছেনা,তাই নিরাপত্তার স্বার্থে আমাকে টাকাটা ব্যাংকে রাখতে হবে।সেক্ষেত্রে কোনো ইসলামী ব্যাংকে যদি টাকাটা রাখি তাহলে এফডিআর(ফিক্সড ডিপোজিট রেট) অথবা সেভিংস কোনটা বেশি শরীয়াহ সম্মত হবে??
২.পুর্বে আমার মায়ের এফডিআর থেকে প্রাপ্ত কিছু সুদের টাকা (১০ হাজার) ঘরে রয়ে গেছে।এই টাকাটা কি আমি আমার কোনো গরীব নিকট আত্মীয়কে(ফুফু/খালা/মামা) পারব?আত্মীয়রা এতটাও গরীব নয় যে অনাহারে থাকতে হয় তবে তাদের টানাটানি র সংসার এবং ঋণগ্রস্থ।
৩.সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া কোনকোন ক্ষেত্রে দান করা যাবে একটু ডিটেইল জানাবেন প্লিজ আমি টাকা গুলো নিয়ে খুব বিপদে আছি বুঝতে পারছিনা কোথায় দান করব।
৪.আত্মীয় স্বজনকে যদি এই টাকাটা দেই তাহলে ত তাদের না জানিয়ে দিতে হবে।না জানিয়ে তাদের সুদের টাকা খাওয়ালে কি আমি গুনাহগার হব??