আসসালামু আলাইকুম আমার কয়েকটি প্রশ্ন ছিল এর উত্তর দিলে উপকৃত হবো।
১.ধরুন কেউ রোজা ভেঙ্গে ফেলেছে,সে এখন অনুতপ্ত।সে তওবা করেছে ও পরবর্তীতে রোজাটি কাযা করা ও কাফফারা দেওয়ার নিয়ত করেছে। কিন্তু এরপর তাকে কেউ যদি জিজ্ঞেস করে সে রোজা রেখেছে কিনা, তাহলে সে গুনাহ কি গোপন করার জন্য তাওরিয়াহ করে বলে যে, সে রোজা রেখেছে, কিন্তু ভেঙ্গে ফেলেছে এটা অস্বীকার করেনি শুধু গোপন করেছে।্। রোজা রেখেছে বলতে সে বুঝিয়েছে যে,সে সাহরী করার পর ওরোজা ভাঙ্গার আগ পর্যন্ত সময়কে বুঝিয়েছে ও রোযা ভাঙ্গার কথাটি গোপন করেছে।
২.ধরুন ১ নং প্রশ্নের একই ব্যাক্তিকে কেউ যদি জিজ্ঞেস করে যে,সে রোজা ভেঙ্গে ফেলেছে কিনা , তাহলে সে ব্যাক্তি যদি গুণাহ গোপন করার জন্য কি তাওরিয়াহ করে যদি বলে রোজা ভাঙ্গিনি কিন্তু মনে মনে বলে আগের দিনের রোজা ভাঙ্গেনি ‌। তাহলে কি গুণাহ হবে?
৩.নাকের শর্দি কেউ যদি গিলে ফেলে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে?
৪.কারো রোজা এমনভাবে ভেঙ্গে গিয়েছে কিন্তু তার উপর কাফফারা ওয়াজিব হয়নি।সে কি এরপর পানাহার করতে পারবে?
৫.‌
https://www.ifatwa.info/71466 এই প্রশ্নের ৬ নং উত্তরে বলেছেন নামাজে তাসবিহ -দোয়া,আয়াত পুনরাবৃত্তি করার সুযোগ নেই। কিন্তু কেউ যদি পুনরাবৃত্তি করে ফেলে তাহলে তার কি নামাজ ভেঙ্গে যাবে নাকি শুধু গুণাহ হবে?
৬.কোন কিছুর গন্ধ শুকলে বা নাকে গন্ধ আসলে রোজা ভেঙ্গে যাবে?
জাযাকাল্লাহু খাইরান