ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যে ক্যাসেট বা মেমোরি কার্ডে কুরআনে কারীম সংরক্ষিত রয়েছে,সেই ক্যাসেট বা মেমোরি কার্ড বিনা অজুতে স্পর্শ করা জায়েয।কেননা তাতে তো কুরআন দেখা যাচ্ছে না।(মুহাক্কাক্ব ও মুদাল্লাল জাদীদ মাসাঈল;১০৯-জামেয়া ইসলামিয়া এ'শাআ'তুল উলূম, -মহার্রাষ্ট,ভারত- কর্তৃক প্রকাশিত)
কুরআনে কারীম রেকর্ড/সংরক্ষিত রয়েছে এমন মুবাইলকে বিনা অজুতে স্পর্শ করা জায়েয।কেননা এটা যেমন মানুষের ব্রেইনের মত।তবে যদি কুরআনের কোনো আয়াত স্কীনে ভেসে উঠে তাহলে সে আয়াতকে বিনা অজুতে স্পর্শ করা জায়েয হবে না।(ইমদাদুল ফাতাওয়া ৪/২৪৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/145
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুবাইল স্কিনের যেই অংশে কুরআনের আয়াত লিখিত নেই, সেই অংশে টাচ করে কুরআন পড়ার রুখসত থাকলেও সময় সুযোগ থাকলে অজু করেই কুরআন পড়া উচিৎ।
(২)
প্রশ্নের বিবরণমতে যদি আপনার জন্য একটি নামাযের পূর্ণ ওয়াক্তই এমন হয় যে, নামায আদায় করা সম্ভবপর হয় না, তাহলে আপনি প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করে নিবেন। এই অজু দ্বারা ওয়াক্তের ভিতর যত সম্ভব নামায আদায় করে নিবেন।
(৩)
ইসতেঞ্জার সময় যদি প্রসাবের রাস্তায় (ফিমেলদের ক্ষেত্রে) পানি প্রবেশ করে তাহলে রোযা ভেঙে যাবে না।তবে লজ্জস্থানের পানি ভিতরে প্রবেশ করলে, তখন রোযা ফাসিদ হয়ে যাবে।