আসসালামু আলাইকুম। গতকাল আমার একজন পুরুষ শিক্ষক ইন্তেকাল করেন। তিনি অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন, কয়েকবারের স্ট্রোকে শরীরের কিছু অংশ প্যারালাইজড সহ কথার জড়তা ছিলো। তিনি আমার ছোটবোন কে ছোটোবেলায় অনেক যত্ন নিয়ে পড়িয়েছিলেন, তার কাছে আমার ফ্যামিলির অনেক কৃতজ্ঞতা তাই মৃতদেহ দেখার পর আমি উনার মাথায় হাত দিয়ে বলেছিলাম "আল্লাহ আপনাকে মাফ করে দিন এবং জান্নাতবাসী করুন"। আমি পরে বুঝতে পেরেছি যেহেতু তিনি আমার জন্য গায়রে মাহরাম, তাই ওনার মাথায় হাত রাখা আমার উচিত হয়নি। আমার প্রশ্ন হলো এতে কি আমার গুনাহ হয়েছে? গুনাহ হলেও সেই গুনাহ কি একজন জীবিত গায়রে মাহরাম কে স্পর্শ করার সমান গুনাহ হবে?