আসসালামু আলাইকুম উস্তাদ ।
আপনি যেগুলো বলেছিলেন ওভাবে এগোচ্ছি। নতুন কয়েকটি বিষয় ছিল।
- উস্তাদ সহবাসের দোয়া কি যখন মিলনকালে অস্বস্তি বোধ হয় তখন পড়তে হবে? নাকি আগে এবং মিলন কাল সব সময়েই?
- আগের চেয়ে কিছুটা শারীরিকভাবে উন্নতি হয়েছে, কিন্তু আমার স্বামী চান আমাকে কিছু আলাদা শক্তি বৃদ্ধি কারক ওষুধ খাওয়াতে। এগুলো কি বৈধ হবে? না হলে বৈধ ভাবে কি খেজুর খাওয়ার সাথে অন্য কোন বৈধ উপায় আছে?
- বেখেয়ালে স্বামীর অনুমতি না নিয়ে নফল রোজা রাখার পরে উনি খুবই মনক্ষুন্ন হন, এতে কি রোজা বাতিল হয়ে যাবে? উনার কাছে অনুরোধ করার পরে রাজি হলেও দিনের কোন সময়ে এসে রোজা অবস্থায় মিলিত হয়ে পড়েন.. একটু ইফতার পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ করলেও বলেন যে আমি পারতেছি না আর, তোমার রোজা আল্লাহ কবুল করে নিবেন।
এভাবে রোজা ভেঙে গেলে কি করতে হবে উস্তাদ, রোজা কি কবুল হবে আমারটা যেমন উনি বললেন??
- রমজানের সময়েও মিলন বাদে অনেক বেশি অন্তরঙ্গ হয়ে পড়েন, উনার আবারো রাগ হবে দেখে কিছু বলি না, এতে কি রোজা হালকা হয়ে যাবে?? আমি তো উনি যাতে খুশি হন সে কারণে এই কাজে অংশ নিচ্ছি...