ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
অন্যত্র বর্ণিত রয়েছে,
وَلَوْ تَرَكَ أَهْلُ الْمَسْجِدِ كُلُّهُمْ الْجَمَاعَةَ فَقَدْ أَسَاءُوا وَأَثِمُوا، كَذَا فِي مُحِيطِ السَّرَخْسِيِّ.
যদি কোনো মসজিদের অধিবাসী সবাই জামাতকে ছেড়ে দেয়,তাহলে তারা গুনাহগার হবে,এভাবেই মুহিতে সারাখসীতে বর্ণিত আছে।বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4047
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তারাবিহ সুন্নতে মু'আক্কাদা। সুতরাং তারাবিহর সালাত যদি মসজিদে ১০/১২ রাকাত আদায় করে বাকি ৮/১০ রাকাত সালাত বাসায় এসে আদায় করা হয়, তাহলে ২০ রাকাত তারাবিহ আদায় হবে।তবে এটা কখনো উত্তম হিসেবে বিবেচিত হবে না।
(২)
(৩)
(৪)
রমজান মাসে নফল সালাত নামাযের চেয়ে উমরি কা'যার নামাযে বেশী গুরুত্ব দেয়াই বুদ্ধিমানের কাজ।
(৫)
একাধিক কবীরাহ গুনাহর জন্য একই মুনাজাতে মাফ চাওয়া যাবে।
(৬)
জুমুয়ার দিনে প্রতি কদমে সোওয়াব বাড়ানোর উদ্দেশ্যে সময় ঠিক রেখে দূরবর্তী মসজদে যাওয়া যাবে। তবে আপনি জামে মসজিদেই যাবেন।