আসসালামু আলাইকুম,
আমার চাচাতো ভাই একটি প্রতিষ্ঠান থেকে ডিজিটাল মার্কেটিং শিখছে। এখন উনারা প্রত্যেক শিক্ষার্থীকে একটি অফার করেছেন যে, নির্দিষ্ট টাকার মাধ্যমে উনাদের করা কাজের সেম্পল দেওয়া হবে। যেটিকে পোর্টফোলিও হিসেবে ব্যবহার করা যাবে(এক প্রকার ক্লায়েন্টকে দেখানো যে, আমার এই এই কাজ করার অভিজ্ঞতা আছে)। যদিও এটি কাজ পাওয়ার জন্য অনেক উপকারী।
১/এটি কি ধোঁকা দেওয়া হবে?
২/ এইভাবে কাজ নিয়ে কাজ করলে কি ইনকাম হালাল হবে নাকি হারাম হবে?