আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
144 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (24 points)

আসসালামু আলাইকুম হুজুর। আশা করি ভালো আছেন। আমি ফ্রিল্যান্সিং নিয়ে হালাল পন্থায় আয় করতে চাই। তবে ইসলামি হালাল হারামের মাসলা মাসায়েল জানি না। ফ্রিল্যান্সিং এর কোন কাজে হালাল পন্থায় অর্থ উপার্জন করার যায়, তাই জানতে চাই। প্রশ্ন গুলো ভালো করে পড়ে উত্তর দিলে উপকৃত হবো।

ফ্রিল্যান্সিং এর বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, ইমেইল সিগনেচার,  ইথিক্যাল হ্যাকিং। এ ধরনের কাজ প্রতিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে। 

(১) এ ধরনের কাজ করার সময় কি কি বিষয় লক্ষ্য রেখে কাজ করতে হবে,  যাতে আয় হালাল হয়? কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম। 


 

(২) কোনো ক্লায়েন্ট বা গ্রাহকের কাজ করার আগে কি জেনে নিতে হবে যে গ্রাহকের আয় হারাম নাকি হালাল বা গ্রাহক কাজটা কি জন্য করাচ্ছে? কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম। 



 

(৩) ইমেইল সিগনেচার করার কাজটি মূলত হলো একজন ব্যক্তির বা কোম্পানির বিভিন্ন তথ্য ছবিসহ ডিজাইন করে দেয়া। কোম্পানির ক্ষেত্রে হয়তো কোম্পানির লোগো থাকতে পার।  এখানে আমার কোন ক্লায়েন্ট যদি মহিলা হয় এবং তার ছবি ইমেইল সিগনেচারের  ঐ ডিজাইন এ করে দিলে আমার আয় কি হারাম হয়ে যাবে? এভাবে কোনো মহিলার ছবিসহ তার সকল তথ্য( তার অন্যন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক) এগুলো ডিজাইন করে ইমেইল সিগনেচার করে দিলে পরবর্তীতে কি আমার গুনাহে জারিয়াহ হতে থাকবে?


 

(৪) বিভিন্ন কাপড়ের ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, এখানে মূলত বিদেশি প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে। এ সকলই ই কমার্স প্রতিষ্ঠানের কাপড় গুলো ওয়েস্টান বা অন্য রকম হতে পারে যেমন ওই দেশের দেশীয় পোশাক, এখন সেসব প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং কাজ করে দেয়ার বিধান কি? যেমন: ইথিক্যাল হ্যাকিং, ডাটা এন্ট্রি, ইমেইল সিগনেচার।

 

৫) ইথিক্যাল হ্যাকিং মানে কোন ওয়েবসাইটের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা। এখন কেউ চাইলে কি যেকোন বিদেশি প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারবে?  এখানে ইসলামি দিক দিয়ে কোন নিষেধাজ্ঞা আছে? কিভাবে কাজ করলে টাকাগুলো হালাল হবে?

 

৬) ডাটা এন্ট্রিতে রিয়েল এস্টেট কোম্পানির হয়ে কাজ করলে কি আয় হারাম হবে? এভাবে কাজ করলে কি গুনাহ হতে পারে? 

 

জাযাকাল্লাহু খাইরান


 

1 Answer

0 votes
by (714,240 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ফ্রিল্যান্সিং এর কাজ করতে যেয়ে বিশেষভাবে ছবির দিকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া সুদি ও হারাম কাজে সহযোগিতা হচ্ছে কি না? সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। 

(২) কোনো ক্লায়েন্ট বা গ্রাহকের কাজ করার আগে  জেনে নেওয়া উত্তম যে, গ্রাহকের আয় হালাল কি না?
তবে গ্রাহকের আয় হারাম হলেও আপনার কাজের বিনিময় হারাম হবে না।

(৩) ইমেইল সিগনেচার করার কাজে যেহেতু ছবি ডিজাইন করতে হয়, তাই উক্ত কাজ জায়েয হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2253
 
(৪) যদি এসব কাজে ছবি সংযুক্ত করতে না হয়, এবং তাতে আর কোনো হারাম কিছু না থাকে, তাহলে এমসব কাজ জায়েযই হবে।

(৫) ইথিক্যাল হ্যাকিং অর্থাৎ কোন ওয়েবসাইটের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা। দেশী হোক বা বিদেশী,মুসলিমের হোক বা কোনো অমুসলিমের, পারিশ্রমিক নির্ধারণ করে সবই করা জায়েয হবে। 
 
(৬) ডাটা এন্ট্রিতে রিয়েল এস্টেট কোম্পানির হয়ে কাজ করলে সেটাও জায়েয হবে।যদি তাতে অন্য কোনো হারাম না থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (714,240 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...