ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ভিতরে সাধারণত পানি যায় না, আপনি যদি ওয়াসওয়াসার রোগী হন, তাহলে আপনার জন্য বিধান হল, কখনোই আপনার রোযা নষ্ট হবে না।হ্যা, পানি ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করে ধীরেসুস্থে পানি ব্যবহার করাই শ্রেয়।
(২)
নামাজ বা রোযা অবস্থায় ভুল করে মুখে কোন পোকামাকড় বা ধোলাবালি ঢুকে গেলে নামাজ বা রোযা ফাসিদ হবে না।
(৩)
খাবার সময় মোবাইল চালানো স্বাস্বের জন্য ক্ষতিকর,তবে এটাকে হারাম বলা যাবে না। কেননা এক্ষেত্রে ক্ষতিকরের দলীল প্রমাণ সেই স্থরের নেই যা দ্বারা হারাম সাব্যস্ত করা যাবে।
(৪)
না, নামায ভঙ্গ হবে না।
(৫)
যদি খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে যেসব মানুষ দ্বীন মেনে চলে না তবে মুসলিম তাদের সাথে বন্ধুত্ব করার রুখসত থাকলেও না করাই উত্তম বলে বিবেচিত হবে।
(৬)
নামাজে কোন আয়াত,দোয়া বা তাসবিহ ভুল না হলেও শুধু সন্দেহের কারণে পুনরাবৃত্তি করার কোনো সুযোগ নাই।
(৭)
হারাম এবং নাজায়েয একই। খাদ্য বা পানীয়র সাথে হারাম শব্দ স্থাপন করা হয়, তাছাড়া অন্যান্য বিষয়ের সাথে নাজায়েয শব্দকে স্থাপন করা হয়ে থাকে।