আসসালামু আলাইকুম শায়েখ,
আমার তালাক ও ঈমান নিয়ে খুবই ভয়াবহ আকারের ওয়াসওয়াসা বা মানসিক রোগ আছে। তালাক হয়ে গেল বা ঈমান চলে গেল এমন সন্দেহ মনে একটার পর একটা আসতে থাকে।
(১) গতকাল রাতে মনে হচ্ছিল যে, এখন যদি আমি ব্রাশ করি তাহলে আমার ওয়াইফ তালাক। এমন কথা মনে আসাতে আমি আর ব্রাশ করতে পারলাম না। মেয়েকে বললাম যে, হাতি বাড়ি চলে গেছে। কথাটি বলার সময় আমি আমার ওয়াইফ এর দিকে তাকালাম। তখন মনে হচ্ছিল আমি যেন আমার ওয়াইফ রাগ করে তার বাবার বাসায় চলে গেছে তাই বলছি। স্বাভাবিক কোন কথার ভিতরে আমি যদি আমার ওয়াইফকে বলি যে, এই কাজটি করার দরকার নেই, তাহলে মনে হয় আমি যেন আমার ওয়াইফকে আমার দরকার নেই বললাম। আজ দুপুরে এক ভাইয়ের সাথে কথা বলার সময় আমার ওয়াইফ ও আমার সাথে ঘটে যাওয়া আগের কোন এক খারাপ ঘটনা মনে আসছিল, এবং মনের ভিতর তালাক দিলাম কথা আসছিল, এবং মনে হচ্ছিল আমি যেন উচ্চারন করে ফেললাম। এমন ভাবে প্রায় সময়ই আমি তালাক শব্দ উচ্চারন না করলেও মনে হয় আমি উচ্চারন করলাম মনে হয়। তালাক কথাটি আমার মনে প্রায় সবসময়ই চলতে থাকে। অফিস থেকে বাসায় ঢোকার সময় মনে হয় আমি তালাক শব্দ উচ্চারন করে ফেলবো। আবার আমার ওয়াইফ কোন সময় ফোন করলে আমার ফোন দেখে সর্বপ্রথম আমার তালাক শব্দ মনে আসে। এসব কারনে কি তালাক পতিত হবে শায়েখ??