আসসালামুয়ালাইকুম হুজুর
আমি একজন মেয়ে।আমি এর আগেও নাপাকি নিয়ে অনেক প্রশ্ন করেছি তাও আমি আমার সব সন্দেহ যেনো দূর করতে পারছিনা।
প্রথমত আমি যতই পানি দিয়ে প্রস্রাব পায়খানা করার পর ধুই তত মনে হচ্ছে ধোঁয়া হচ্ছে না আমি নাপাকই আছি, এর কারণে মনে হচ্ছে আমার কাপড় নাপাক হয়ে আছে,এই কাপড় পরে অনেক পানি আর সাবান খরচ করে ধুই তাও মনে হয় কাপড় নাপাকই আছে,আর লজ্জাস্থানের নাপাকি হাত দিয়ে ধোঁয়ার পর সেই হাত আমি ধুতেই থাকি মনে হয় নখে নাপাকি আছে কিন্তু আমার নখ অনেক ছোট তাও সন্দেহের কারণে ধুতেই থাকি,প্রস্রাব করার পর যখন উঠে দাঁড়াই তখন মনে হয় এই বুঝি প্রস্রাব বের হলো, ধোঁয়ার পর ওই ভেজা অবস্থায় হাঁটি চলি বসি বা নিচু হই যাই করি মনে হয় প্রস্রাবের ফোঁটা পড়তেই আছে, এমনকি গোসল শেষে মনে হয় প্রস্রাব ঝরতেই আছে, আমি কখনো নিজ চোখে লজ্জাস্থান শুকনো অবস্থায় কিছু বের হতে দেখিনি কিন্তু প্রস্রাব করার পর আর গোসল শেষে যখন ভেজা থাকে তখন মনে হতেই থাকে কিছু বের হচ্ছে, এগুলো কি আমার ব্যবহার করা পানি ই? নাকি আসলেই ভেজা অবস্থায় প্রস্রাব বের হচ্ছে হুজুর? আমি পাগল হয়ে যাচ্ছি হুজুর এসবের কারণে, এসব সন্দেহের কারণে কি আমি মনোরোগ বিশেষজ্ঞ দেখাবো হুজুর? নাকি কি করবো আমি?