১. কেও যদি বলে " সে তার বউকে বলতে পারবে তোমাকে তালা★ দিলাম, এতে তার হৃদয় কাপবে না" এতে কি তার বউ এর উপর তালা* পতিত হবে?
২.কেও যদি বলে """ *এমন কাজ সে করেছে এই বিষয়ে সে এতোটা কনফিডেন্ট যে বলতে পারবে এই কাজ না করে থাকলে তার বউ তালা** """
এতে কি তার বিবাহে সমস্যা হবে?( এখানে উভয় ক্ষেত্রে তারা বলেছে যে বলতে পারবে, বলে সেই কথাটা বলেছে। সরাররি বলে দেয় নি যে না করলে....)
৩. এই ধরনের কথা মনে মনে বললে কি কোনো সমস্যা হবে? কেও মনে মনে বলেছে কিন্তু উচ্চারণ করছে এরুপ মনে পরছে না তবে কি সমস্যা হবে?
৪. এরুপ কথা বলার পর কাজটা আদৌ করেছিলো কি না পরিষ্কার তার মনে না থাকলে সে কি করবে?তা কি কোনো এফেক্ট ফেলবে?
৫.https://ifatwa.info/71255/ একটি কমেন্ট করেছিলাম যদি দেখতেন...
৬. কেও যদি কোনো এক মুরতাদের কথা বকার ধরন পছন্দ হওয়ার দরুন তার ভঙ্গিতে কথা বলে মাঝেমধ্যে এতে কি তার কুফর হবে?
৭. অনেক হিন্দু পন্ডিত, বা তাদের আরাধ্য মূর্তির অনুকরন করে কেও যদি এমনিতে বসে, এতে কি সে কাফের হয়ে যাবে?
৮. কারো যদি ইসলামি ভিডিও দেখলেই মাথায় বিভিন্ন ওসওয়াসা আসে এবং কুফরীর সন্দেহ হয়, তাই সে পাশাপাশি একটি ওয়াজ ও একটি খারাপ ভিডিও আসার পরে সে যদি ভাবে "ওয়াজ না দেখে ওই খারাপ ভিডিও টা দেখাই ভালো" এতে কি তার কুফর হবে?
৯. সুরেশ্বরের পীরের এখানে অনেক কুফরী শিরকি কাজ হয় এটা জানা ছিলো। আজকে এদের সম্পর্কে একটা ভিডিও সামনে আসার পরে সে মনে মনে বলে যে "ধরে নিলাম এদের আকিদা ভালো,কিন্তু তাও এদের সুরত দেখেই মনে হচ্ছে এরা হক হতে পারে না"। কিন্তু পরে তার মনে হয়েছে এদের আকিদা তো ভালো না এটা সে জানতো, কিন্তু এই মনে মনে বলার সময় মনে ছিলো না। বল্ড করা লিখাটি ভাবার জন্য কি তার ইমানে সমস্যা হবে? যেহেতু সে মনে মনে বলেছে " ধরে নিলাম তাদের আাকিদা ভালো"
১০. ছাত্রাবাসে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষ থাকে। রমজান উপলক্ষে ছাত্রাবাসের সকল মুসলিম ছাত্রদের হলরুমে মিটিং এর জন্য ডাকা হয়েছে, উক্ত মিটিং এ যদি আমি ভাইরাস জনিত অসুস্থতার কারণে যেতে চাচ্ছি না, যাতে আমার ধারা ভাইরাস না ছড়ায়। এর ফলে কি আমার ইমানে সমস্যা হবে?
১১. "সংক্রামক রোগ আছে" এমন কথা বললে কেও কি ইমানহারা হয়ে যাবে?