জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এই বিষয় নিয়ে তাহকিক করার পর কিছু কিতাবে এমন কথা পাওয়া গিয়েছে,তবে কোনো হাদীসের কিতাবে এহেন ঘটনা পাওয়া যায়নি।
তাই এই ঘটনা বলা থেক বিরত থাকা উচিত।
,
কিছু কিতাবে যাহা পেয়েছি,তাহা নিম্নরুপঃ
قال النبی (ص): لولا علی لم یکن لفاطمہ کفو،
রাসুল সাঃ বলেছেন যদি আলী না থাকতো,তাহলে ফাতেমার জন্য কোনো কুফু মিলবেনা।
,
قال رسول اللہ (ص): ھبط علیّ جبرئیل فقال: یا محمد! ان اللہ یقول: لو لم اخلق علیا لما کان لفاطمہ ابنتک کفو علی وجہ الارض آدم فمن دونہ۔
সারমর্মঃ আল্লাহ বলেন হে মুহাম্মদ, যদি আমি আলীকে সৃষ্টি না করতাম,তাহলে তোমার মেয়ে ফাতেমার কোনো কুফু পাওয়া যেতোনা,,,।
রাসুল সাঃ বলেন, " আল্লাহর ফেরেশতা আমার নিকট এসে বলল: আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন যে, তিনি আপনার কন্যা হযরত ফাতেমা রাঃ কে আসমানে আলী ইব্নে আবু তালিবের সাথে বিবাহ দিয়েছেন। সুতরাং, আপনিও তাকে জমিনে (পৃথিবীতে) আলীর সাথে বিবাহ দিন ।”
যখন আমিরুল মু’মিনীন হযরত আলী (আঃ) হযরত ফাতেমা এর কাছে প্রস্তাব নিয়ে আসেন, তখন লজ্জায় তাঁর চেহারা মোবারক গোলাপী বর্ণ ধারণ করেছিল। রাসূল (সাঃ) এরূপ অবস্থা দেখে মুচকি হেসে বলেন, " আমার নিকট কি কাজে এসেছ ? ” কিন্তু আলী (আঃ) রাসূল (সাঃ)-এর ফজিলতপূর্ণ গাম্ভীর্যের কারণে নিজের আকাংখা ব্যক্ত করতে পারলেন না বরং নীরব থাকলেন।
রাসূল (সাঃ) যেহেতু আলী (আঃ)-এর অন্তরের ইচ্ছা সম্পর্কে অবহিত ছিলেন, সেহেতু বলেন, " ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছ।” আলী (আঃ) বলেন ঃ " জী , এ উদ্দেশ্য নিয়েই এসেছি।”
রাসূল (সাঃ) বলেন, " হে আলী! তোমার পূর্বেও অনেকে ফাতেমার প্রস্তাব নিয়ে এসেছে। কিন্তু যখনই আমি তাদের প্রস্তাব ফাতেমার রাঃ এর কাছে উপস্থাপন করেছি , সে না-সূচক জবাব দিয়েছে। এখন তোমার বিষয়টিও তাঁর কাছে তুলে ধরব।” এটা সত্য যে এ বিবাহটি হচ্ছে একটি আসমানী বিষয় এবং তা সম্পন্ন অবশ্যম্ভবী। কিন্তু বিশেষতঃ হযরত ফাতেমা রাঃ এর অতুলনীয় ব্যক্তিত্ব এবং সাধারণভাবে সহধর্মী নির্বাচনে নারীদের মতামতের গুরুত্ব প্রমাণের জন্য রাসূল (সাঃ) হযরত ফাতেমা রাঃ এর সাথে পরামর্শ ব্যতিরেকে কোন পদক্ষেপ নেননি। যখন রাসূল (সাঃ) আমিরূল মুমিনীন আলী রাঃ -এর ফজিলত নিজ কন্যার নিকট বর্ণনা করে বলেন, " আমি চাই তোমাকে আল্লাহ সর্বোত্তম সৃষ্টির সাথে বিবাহ দিতে। এ সম্পর্কে তোমার মতামত কি ? ” হযরত ফাতেমা রাঃ অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নত করেন এবং নীরব থাকেন তখন রাসূল (সাঃ) মাথা তুললেন এবং প্রসিদ্ধ ব্যাক্যটি যা বিবাহ সংক্রান্ত ব্যাপারে কিছু ব্যাক্তিদের নিকট অত্যন্ত সুপরিচিত তা উল্লেখ করেন, "
اللہ اکبر، سکوتھا اقرارھا "
আল্লাহু আকবার! তার (ফাতেমার) নীরবতা হচ্ছে সম্মতির প্রমাণ।” অতঃপর রাসূল (সাঃ) তাদের উভয়ের বিবাহের আকদ্ পাঠ করেন।
রাসুল সাঃ বলেন যে
بارک لک فی ابنۃ رسول اللہ یا علی نعمت الزوجۃ فاطمہ
সারমর্মঃ হে আলী,অনেক ভালো উত্তম স্ত্রী হলো ফাতেমা,আল্লাহর রাসুলের মেয়ের ক্ষেত্রে আল্লাহ তায়ালা বরকত দান করুন।
بحار الانوار ج 43، ص 145، 59
(বিহারুর আনওয়ার ৪৩/১৪৫)
,
★বিঃদ্রঃ হাদীসের কোনো কিতাবে এই ঘটনা পাইনি।