আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
১। কুরআনের কোনো সুরার মাঝে থেকে কিছু পছন্দের আয়াত বা যেগুলো আয়াত সহজ মনে হয় ওগুলো হিফয করা যাবে? (যেমন; সুরা বাকারা আয়াত ১-৭, আয়াত ১৫৩-১৫৭ এবং আয়াত ২৮৫-২৮৬ , সুরা হাক্কহ আয়াত ১-৫ এবং আয়াত ৩৭-৫২)
২। উক্ত আয়াতগুল কি নামাজে তিলাওয়াত করা যাবে?
৩। প্রথম রাকাত এ সুরা বাকারা ১৫৩-১৫৭, দ্বিতীয় রাকাতে সুরা হাক্কাহ ৩৭-৫২ এভাবে পড়লে হবে?