আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ
আব্বু বাসায় পর্যাপ্ত যা প্রয়োজন সব কিছুই নিয়ে আসে আলহামদুলিল্লাহ।কিন্তু আলাদা করে আম্মুকে হাত খরচের জন্য কোনো টাকা দেয় না,,, তাই যদি কিছু প্রয়োজন হয় বা মাঝে মাঝে প্রয়োজনের বেশি,,যেমন মানে খাবার,সবজি, কাপড় এসব আরকি সবকিছুই আব্বুর টাকা থেকে ক্র‍য় করে,, কিন্তু আম্মু এই টাকা আব্বুকে না জানিয়ে নেয়,,কারণ আব্বুকে জানালে রাগ করতে পারে তাই জানায় না,,মাঝে মাঝে কিছু কিছু বিষয় জানে যে আম্মু এসব ক্রয় করে,,, বেশিরভাগ টাই জানেন না যে আম্মু চুপ করে এসব ক্রয় করে,,,,,আম্মু যে এই খাবার,কাপড়,সবজি আরও প্রয়োজনীয় জিনিস আমাদের জন্য মানে পরিবারের জন্য ক্রয় করে আব্বুর টাকা থেকে আব্বুকে না জানিয়ে,,তাহলে কি এগুলো খাওয়া বা পড়া আমাদের জন্য হারাম হবে??