ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কুরআনের গিলাফ ব্যবহার করা অত্যান্ত জরুরী। তবে ব্যবহার না করলে গোনাহ হবে না। তবে যদি এটা নিশ্চিত থাকে যে, টিকটিকি প্রস্রাব পায়খানা করে দিবে, তাহলে এমতাবস্থায় কুরআনকে আলমারি ইত্যাদির ভিতরে এমনভাবে অাড়াল করে রাখতে হবে যে, যাতেকরে তাতে টিকিটির প্রস্রাব পায়খানা না পড়ে।
(২)
নতুন কাপড় দ্বারা গিলাফ বানানোই উত্তম।
(৩)
কোনো কিছুর আবরণ বা কোনো গিলাফ দ্বারা কুরআনে কারীমকে স্পর্শ করা যাবে কি না?এ সম্পর্কে মতবিরোধ রয়েছে।যা উপরে আমরা দেখতে পেয়েছি।
আমরা যে কুরআনে কারীমের জিলদকে দেখতে পাই,তাতে মূলত পবিত্র কুরআন, ঐ অংশটুকুই যাতে কুরআনের আয়াত লিখিত রয়েছে।তাছাড়া যে গিলাফ এডযাস্ট রয়েছে,তা কুরআন নয়।কিন্তু যেহেতু কুরআনের সাথে একেবারে মিলিত,তাই এই কভারকে স্পর্শ না করাই উচিৎ।তবে এই মিলিত গিলাফকে স্পর্শ করাও জায়েয রয়েছে।
(৪)
পিছনে বিছানায় কেউ ঘুমিয়ে থাকলে বিছানার সামনের মেঝেতে বসে কুরআন না পড়াই উত্তম।
(৫)
এভাবে
"হে আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাদেরকে হালাল করে দিন আর যদি কল্যাণকর না হয় আপনি তো হও বললেই হয়ে যায়, আমাদের কে একে অপরের জন্য কল্যাণকর বানিয়ে দিন।
এভাবে দু'আ করতে কোনো সমস্যা নেই। কেননা আল্লাহর জন্য সবকিছুই সম্ভব।
(৬)
বিয়েতে আনন্দ ও সুন্দরেরে জন্য লাইটিং করা যাবে। এতে কোনো সমস্যা হবে না।