আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। এটা জানা খুব জরুরী। দয়া করে জানাবেন। এক বোন মানসিক ভাবে খুবই পেরেশানির মধ্যে আছেন।
আজ থেকে প্রায় বিশ বছর আগে, মেয়ের বয়স তখন ১৪ বছর। একটি ছেলেকে কোর্টের মাধ্যমে দুজন শাক্ষি রেখে বিয়ে করেছিলো, সাক্ষিরা কাবিন নামায় সিগনেচারও করেছিলো।
কয়েকদিন পরে মেয়ের বাবা মেয়ে নাবালিগ হওয়াতে অন্য উকিল মারফত আইন অনুযায়ী বিয়ে হয়নি মর্মে একটি নোটিশ তৈরী করে ছেলের কাছে পাঠিয়ে দেয়।
ছেলে কিছুদিন মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ছেলেটি মেয়েটিকে নিজের স্ট্যাটাস সম্পর্কে তথ্য গোপন করে একরকম ধোকা দিয়ে বিয়ে করেছিলো আর মেয়ের পরিবার মেয়েকে সেগুলো দেখালো বিধায় মেয়ে আর ঐ ছেলের সাথে যোগাযোগ করতে চায়নি। তাদের আর কোনোদিন কোনো যোগাযোগ হয়নি।এর প্রায় ৮-১০ বছর পরে মেয়েটির অন্যত্র বিয়ে হয়। সেই ছেলে জীবিত আছে এটা মেয়ে পরে জানতে পেরেছে।
এখানে প্রশ্ন হচ্ছে :
১) মেয়ের পরের বিয়েটি কি বৈধ হয়েছে?
অথবা
২) আগের ঐ কোর্টে করা বিয়েটা কি আসলে বাতিল হয়েছিলো?
৩) যেটাই হয়েছে এটার এখন ইসলামিকভাবে সমাধান কি?
জাজাকুমুল্লাহ।