আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহু
প্রায় ১ বছর যাবত ১ জনের সাথে আমার ঝামেলা,সে নানাভাবে জুলুম করে যাচ্ছে এবং আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দেই ক্ষমা না চাওয়া সত্যেও এবং তার হেদায়েতের দুআ করি। আর সেদে কথা বলি,,যখনই সেদে কথা বলি তখনই সে ঝামেলা করে। আজকে অনেক বেশি করায় একজনকে এর সমাধান করতে বলি এবং বলি যে আমি কোন ঝামেলা চাই না প্রয়োজনে তার সাথে আমি কথা বলবো না আমার আপাদত আল্লাহর সন্তুষ্টির দরকার নাই( উল্লেখ্য আমি শুধু এক্ষেত্রে বুজিয়েছি, তবে এক্ষেত্রে কথাটি উল্লেখ করি নি)
এখন আমার মনে পরছে এবং ভয় হচ্ছে, আমি তো শুধু ওনার সাথে কথা না বলাটা নিয়ে বলছি। এজন্য কি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট থাকবেন। আমি কিভাবে একথার জন্য ক্ষমা পেতে পারি?
উস্তায দয়া করে তারাতাড়ি বলবেন,আমি সেজদায় গিয়ে দিয়া করছি কিন্তু ভয় হচ্ছে