১.বিকেএসপি বা অন্য কোন জায়গায় খেলার মাধ্যমে করা ইনকাম কি হালাল?
২.বাবার ১৫ কাঠা জমি।২ভাই "রাস্তার পাশে" ১০কাঠা নিয়ে "পেছনের" ৫কাঠা অন্যভাইকে দিয়েছে।রাস্তার পাশে কিছুটা উঁচু কিছুটা সমতল জমি।পেছনে অল্প কিছু উঁচু বাকীটা নিচু জমি।পেছনের জমি স্বতঃস্ফূর্তভাবে নেয়নি।যেহেতু সামনেরটা নিয়েছে তারা তাই পেছনেরটা নিতে হয়েছে।এই বন্টন কি ইনসাফ পূর্ণ হয়েছে?জুলুম করা হয়েছে কিনা?এখন করণীয় কি?
৩.আমি দুইটা অটোরিক্সা কিনে ভাড়া দিয়েছি।যার কাছে ভাড়া দিয়েছি তিনি আমাকে মাসে ৮হাজার টাকা দিবেন।কারেন্ট বিল দেয়া বা মেরামতের সকল দায়িত্ব তার।মাসে তিনি যত টাকাই ইনকাম করুক আমাকে যাস্ট ভাড়া বাবদ ৮হাজার টাকা দিবেন এটাই চুক্তি। এটা কি হালাল হবে?
৪.সেল্ফ রুকইয়া করতে চাই, দয়া করে নিয়মটা বলে দিবেন উস্তাদ।
স্বামী কোন কথা না শুনলেই রাগ করি, অনেক অনেক বার সংকল্প করেছি তাকে কোন কিছুতে জোরাজুরি করব না।মতামত জানাব,শুনলে শুনবে না শুনলে না শুনবে,রাগ করব নাহ।শত কষ্টেও অভিযোগ করব না।আল্লাহর উপর ভরসা করব,খুশী থাকব।কিন্তু পারছিনাহ।অহেতুক কথা বলেই ফেলি,না শোকর বান্দাদের মত অভিযোগ করেই ফেলি।রাগ করি।
কেন জানি অনাকাঙ্ক্ষিত সময়গুলোতে ধৈর্য ধরার কথা মনেই থাকেনা।বেয়াদবি করে ফেলি।সামান্য বিষয়কেও বড় করে ফেলি,কিছুক্ষণ পর আবার অনুশোচনায় ভোগী।মনে হয় যেন কেউ আমাকে চালাচ্ছে,নয়ত কেন হাজার চেষ্টা করেও শান্ত থাকতে পারিনা।আমার এই আচরণ গুলো আমার নিজের কাছেই ভাল লাগেনা।তিনি যাই করুক,সব সময় তার সামনে খুশী থাকতে চাই।সন্দেহ হয় যে আমার বদনজর বা জ্বীনের সমস্যা থাকতে পারে।বাচ্চাও হচ্ছেনা(এটা নিয়ে পেরেশান নই যদিও,আল্লাহ যখন উত্তম দিবেন)। সব ভেবেই সেল্ফ রুকইয়া করতে চাই উস্তাদ।রুকইয়া করলে বদনজর বা জ্বীনের সমস্যা থাকুক না থাকুক,ক্ষতি তো হবেনা।