halal photo যেমন গাছ,ফল,ফুল এর ছবি পাওয়া যায় এমন অনেক সাইট আছে এর মধ্য অন্যতম হলো public domain image site.
এই সাইটে অনেক photographer তাদের তোলা ফুল,ফল এর ছবি CCO তথা public domain licences এর উপর ডিজাইন গুলো প্রকাশ করে নিজ ইচ্ছায়
licences কয়েক প্রকার হয় যেমন
Privet use licence
Commercial use licence ইত্যাদি।
১| এখন photographer রা যেহেতু তাদের তোলা ছবি গুলো public domain CCO তে প্রকাশ করেছে নিজ ইচ্ছায়, সেহেতু তাদের সেই ডিজাইন গুলো ডাউনলোড করে অন্য কোন খাতে বিক্রি করা ইসলামে কত টুকু জায়েজ আছে?
২| public domain CCO licence এর জিনিস কেনাবেচা নিয়ে ইসলামিক ফতোয়া কি,যেহেতু এti একটি আধুনিক মাস আলা?
৩| Public domain CCO এর under এ থাকা সকল halal photo কি আমি অন্যখাতে বিক্রি করতে পারবো?এতে কি গুণাহ হবে?
আশা করি আমার এই ৩ টি প্রশ্নের উত্তর গুলো দিবেন।