একজনের পক্ষ থেকে প্রশ্ন
১৩এপ্রিল,২০১৯ আমার বয়স তখন ১৭ ও ১৮ র মাঝামাঝি।হুট করে বিয়ে করার সিদ্ধান্ত টা সেদিন বাস্তবায়ন করলাম।যার সাথে বিয়ে টা করি সে বয়সে আমার থেকে ২/৩ বছরের বড়। দুইজন ই শিক্ষার্থী যেহেতু তাই বিয়ের কথা টা কারও ফ্যামিলি জানতোনা,তবে রিলেশন আছে এই সম্পর্কে আমার ফ্যামিলি জানতো।যাইহোক, বিয়ে করার জন্য আমরা একটা নরম্যাল প্লেইসে যায় আগ্রাবাদে,যে জায়গা টা গানের আড্ডা নামে পরিচিত।রুম টা ১ঘন্টার জন্য উনি বুক করে,আমার দিক থেকে কেউ ছিলো না,এবং উনি আর তার বন্ধুরা ছিলো বেশ কয়েকজন।আমরা নির্ধারিত সময় মতো সেই জায়গায় পৌঁছালাম।বিয়েটা পড়ালো উনার এক বন্ধু যে আগে তার দাদার এবং উনার ছাগলের জানাযা পড়িয়েছিলো। তিনি একটা সাদা কাগজে বিয়ের শর্তনামা যেভাবে লিখা হয় অর্থাৎ 'অমুক কে এত টাকা দেনমোহরে আপনি বিয়ে করতে রাজি আছেন? থাকলে কবুল বলুন....' এই টাইপ শর্ত গুলো লিখে সেইগুলা প্রথমে আমার কাছে এসে বলেন এবং আমি যথারীতি শর্তনামা পড়ে শোনানোর পর ৩বার কবুল বলি এবং পরে উনিও সেইম করে।এইভাবে তার বন্ধু আমাদের বিয়ে টা পড়ায়।উনার বন্ধুদের মধ্যে দুজন আমার সাক্ষী হয় আর দুজন উনার। এইভাবে বিয়ে টা হয়।
পরবর্তীতে আমাদের ফিজিক্যাল হয় বেশ কয়েকবার এবং এরপর বিভিন্ন কারণে ঝগড়া লাগার পর সে আমাকে মুখে রাগের মাথায় কয়েকবার তালাক দিয়েছিলো এইভাবে বলে 'যা তোরে তালাক দিলাম' এবং আমিও সেইম টা করি কয়েকবার।কতবার দুইজন ই এই কথা বলি আমরা এক্সেক্টলি মনে নেই।
•এখন আমার প্রশ্ন হলো আমাদের বিয়ে টা কি হয়েছে?
•হয়ে থাকলেও কার্যকর আছে কিনা?
•বর্তমানে আমার ব্যক্তিগত-পারিবারিক সার্বিক পরিস্থিতি মিলিয়ে বিয়ে হওয়াটা আমার জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালের ঘটনা বন্ধু মহল ছাড়া বাকি সব জায়গায় গোপন থাকার কারণে ইদানিং কিছু বিয়ের প্রস্তাব আসছে। তাছাড়া আমি নিজেও এখন দ্বীনের বুঝ আসার কারণে বাকি জীবনটা আল্লাহর সন্তুষ্টির উপর কাটাতে চাইছি। কিন্তু যার সাথে বিয়ে হয়েছিলো সে তো বহুবার (৩/৪ বার) 'তালাক তালাক' বলেছে, উপরন্তু আমি চাচ্ছিলাম না তাকে কষ্ট দিতে, এজন্য আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাচ্ছে এ বিষয়ে তাকে বলার পরও সে বলে যাচ্ছে তার পক্ষে সেরকম কিছু করা সম্ভব না। এদিকে এক পাত্রের মা আমাকে আগামী সপ্তাহে কোনো একদিন দেখতে আসতে চাইছেন। এখন আমার করণীয় কী?
•আর ২০১৯ সালের ঘটনা পাত্রপক্ষ বা যার সাথে বিয়ে হবে তার কাছ থেকে লুকানো যাবে? আমি খুব অন্ধ ছিলাম তখন, বুঝতে শিখার আগেই কী যে হয়ে গিয়েছিলো। জীবনের কাছে বাজেভাবে আঁটকে আছি।
আমাকে সুপরামর্শ দিয়ে সাহায্য করলে বাধিত থাকব।