জবাবঃ-
মুহতারাম বর্ণিত পরিস্থিতি অনুযায়ী আপনি মু'তা বিয়ে করতে পারবেন না।কেননা সর্বসম্মতিক্রমে মু'তা বিয়ে নাজায়েয ও হারাম।এর উপর সমস্ত উলামায়ে কেরামের ইজমা রয়েছে।
বিয়ের জন্য শিল্পপতি হওয়ার কোনো প্রয়োজন নাই,বরং কোনো রকম জীবন অতিবাহিত করে নিতে পারলেই হবে।
আপনি হয়তো বিয়ে করুন,রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا مَعْشَرَ الشَّبَابِ ، مَنْ اسْتَطَاعَ مِنْكُمْ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ ، وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ)
হে যুবকদের দল! তোমাদের মধ্যে যারা সামর্থবান,তারা যেন বিয়ে করে নেয়।কেননা বিয়ে চক্ষুকে নিচু রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।আর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা যেন রোযা রাখে।কেননা রোযা ঢাল স্বরূপ।(সহীহ বোখারী-১৯০৫,সহীহ মুসলিম-১৪০০)
যদি পরিবার বিয়ের কোনো পদক্ষেপ গ্রহণ না করে,তাহলে এক্ষেত্রে অভিভাবকের বিনাঅনুমতিতে বিয়ে করে নেবে।এমনকি তখন তাদের বিনা অনুমতিতেই বিয়ে করা জরুরী নয়।
সুতরাং,
আপনি বিয়ে করে নিবেন।সামর্থবান থাকলে আপনার জন্য বিয়ে ব্যতীত দ্বিতীয় কোনো অপশন নাই।সামর্থ্য না থাকলে আপনি রোযা রাখবেন।