আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
আমি অনেক দিন যাবত ওয়াসওয়াসায় ভুগতেছি মেহেরবানি করে উওরগুলো দিন। আল্লাহ আপনাকে উওম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
১। বড় কাফের, ছোট কাফের বলতে কি শরীয়ত এ কিছু আছে, জানার জন্য প্রশ্ন টা করা
২। ফিরআউন, নমরুদ, আবু লাহাব, আবু জাহেল এরা কি বড় কাফের?? কোথা জানি শুনেছিলাম বড় কাফের একটু বললে ভালো হতো
,৩। কিছু মাস আগে জি হা দ নিয়ে কথা হইছিলো সং সদে তখন এক লোকে একটি প্রোগ্রামে বলেছিলো যে উনি জি হা দ শব্দকে জঙ্গি শব্দ বলেছেন, এছাড়া ও বলেছেন জিহাদ সংসদের রীতি নীতি বিরুদ্ধে শব্দ চয়ন এই কথা বলায় এক আলেম বলেছেন এই কথা বলার কারণে তিনি কুফরি করেছেন, _ এই কথা বলার কারণে কি তিনি কাফের হয়ে গিয়েছেন???
৪। ৩ এর আলেোকে এই কথা বলার কারণে ও আলেমের বক্তব্য এর কারণে তাকে কাফের বলেছিলাম, এর ফলে কি আমার গুনাহ হবে?? ( এই প্রশ্নের উত্তর টি মেহেরবানি করে দিন)
৫। কিছু দিন আগে এক লোক বলেছে যে কাদিয়ানী রা মুসলমানদের মতো সব কিছু মানে আল্লাহকে মানে, কুরআন মানে, নবী করিম সাঃ কে শেষ নবী মানে, শুধু নাকি গোলাম আহমদ কাদিয়ানী নাকি ইমাম মাহাদি মানে এছাড়া নাকি আর কোন সমস্যা নাই, উনি কাদিয়ানী দের কথা বার্ত শুনে নাকি তাদের প্রেমে পড়ে গেছেন,, এই সব বলার পর ও এই লোকের কি ঈমান থাকবে??
**** ওনাকে কাফের বা মুরতাদ বললে কি গুনাহ হবে??
৬। আরেক লোক ১- ১.৫ বছর ভিডিও তে কুরআন কে অপমান করেছিলো, আজে বাজে কথা বলেছিলো নাউজুবিল্লাহ। এর ফলে কি উনি কাফের হয়ে গেছেন??
৭। ৬নং প্রশ্নের সাথে, তখন তাকে কাফের বলেছিলাম কি বলে নি মনে পড়তাছে না আসলে সে কাফের হয়ে গেছে?? তখন যদি না বলতাম তাহলে ত আমি গুনাহগার হয়ে যেতাম। এখন বলে থাকলে কি আমার ঈমানের কোন সমস্যা হবে?? এখন বলছি কি বলি নি মনে পড়তাছে না ভালো মতো।
৮। যদি কেউ কাফের কাফের না বলে তাহলে কি সে কাফের হয়ে যাবে??? ( প্রশপ্রশ্নটি জানার জন্য করা,, জানার জন্য প্রশ্ন করলে কি ঈমানের কোন সমস্যা হবে??
**** ওস্তাদ মেহেরবানি করে উওর দিন খুব পেরেশানি তে আছি, এইসব নিয়ে টেনশন করতে করতে, মাঝে মাঝে নিজেকে পাগল হয়, আর পারতাছি না