১. ক্লাসে পড়ানোর সময় অনেক সময় ক্লাসে কিছু লেট হয়ে যায়, (ভিন্ন কাজের জন্য), কখনো ছাত্র দের পড় দিয়ে মোবাইলে বিভিন্ন জিনিস দেখি( ক্লাসে মোবাইল ব্যবহার মানা আছে), তবে ক্লাসের বাচ্চাদের পড়া বা লেখা দিয়ে মোবাইল দেখি একটু, এতে কি বেতন হারাম হবে?
২. একটা নাতে রাসূলের লাইন, " সবছে আওলা ও আলা, হামারা নবী,খলক সে আউলিয়া, আউলিয়া সে রাসুল, আউর রাসুলুছে আলা হামারা নবী" এই নাতে রাসুলে নবী নূরের ইত্যাদি কথা ও আছে,তবে এই দুটি লাইন খুব ই পছন্দ আমার এদুই লাইন গাইলে কোনো সমস্যা না তো? আসলে আমরা নামাজে "সুবহানা রাব্বিয়াল আলা "বলি, যেখানে আমাদের রবকেও আলা বলে সম্ভোদন করি, এতে কি এই নাতে রাসুলের লাইনে কি শিরক বা কিছু হবে? না কি গাইতে পারবো?
৩. একজনকে বললাম যে আজকে স্বপ্নে দেখেছি তুমি শয়তান হয়ে গেছো.. এট শুনে সে বললো যে "আমি শয়তা* হয়ে গেছি" এর ফলে কি তার কুফর হবে?
৪. এক হিন্দু মহিলার মেয়ে সম্পর্কে বলতে গিয়ে কেও যদি বলেন," এ তো মইরা গেলো নে, এরা দোয়া করতে করতে হিন্দুরায় যেমনে যা করে তা কইরা ইটারে বাছাইছে" এভাবে বলায় কি কুফর হবে?
৫. কেও যদি হেসে হেসে বলে, " এই মেয়ের নাম রাখছে পুজা,এখন এরে পুজা করো" তবে কি কুফর হবে?
৬. ওয়াজ শুরু শব্দ শুনে কেও যদি বলে, শুরু ওইছে হুজুর এরার চিল্লানি এতে কি কুফর হবে?
৭. হারাম খেতে হলে অল্প না খেয়ে বেশি করে খাওয়া উচিত এবং ভালো কেও যদি এমন বুঝায় এবং এমন বুঝানোর জন্য কেও যদি বলে, " গু খানা হে তো হাতি কা গু খা লো" এতে কি কুফর হবে?
৮. অনেক বেলা হয়ে গেছে বুঝানোর জন্য কেও যদি মজা করে বলে জোহর ওয়াক্তো ওই গেছে। (সে জানে এখনো হয় নি ওয়াক্তো)
এতে কি গুনাহ বা কুফর হবে?
৯. গান শুনতে না করায় একজন বললো কি করবো ভালা লাগে না এর জন্য শুনি, পরে হতাশ হয়ে বললো," দুনিয়ার সব ই গুনাহ" তার এই কথায় কি কুফর হবে?
১০.যাদুর প্রভাব রয়েছে, এই প্রভাব কে যদি কেও ক্ষমতা ভেবে বিশ্বাস করে,যে যাদুর ক্ষমতা আছে (মূলত প্রভাব), বা বলে প্রভাব বুঝানোর জন্য বলে যাদুর ক্ষমতা আছে তবে কি কুফরি হবে?