আসসালামু 'আলাইকুম,
গিটার,গায়ক/গায়িকা, গীর্জা কিংবা মিউজিক রিলেটেড ইউটিউব ভিডিও রিলেটেড ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে দেওয়া কি জায়েজ হবে?
জাষ্ট ডিজাইন করে দেওয়া এবং ফাংশনাল করে দেওয়া লাগবে।
ইউটিউব ভিডিও লিংক + টাইটেল একটা এক্সেল এবং একটা সিএসভি ফাইলে থাকবে। CSV + Excel ফাইল ক্লায়েন্ট নিজে বানিয়ে পাঠাবে।
আমাকে ডিজাইন(লেআউট) + ফাংশনাল এমনভাবে বানাতে হবে যেন ওই CSV+Excel আপলোড করার সাথে সাথে ওয়েবসাইটে ইউটিউব ভিডিওগুলো ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে।
এরকম সাইট ডিজাইন করা এবং ফাংশনালিটি বানিয়ে দেওয়া কি জায়েজ হবে?