ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাইকের মাধ্যমে প্রাপ্ত আওয়াজটা মূল ব্যক্তির আওয়াজ নাকি যন্ত্রটির আওয়াজ? এ নিয়ে মতবেদ থাকলেও পরবর্তীতে সাউন্ড বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নির্ধারিত হয় যে, মাইকের আওয়াজ ব্যক্তিরই আওয়াজ যন্ত্রের আওয়াজ নয়। সুতরাং এদ্বারা নামায পড়ে কোনো সমস্যা নাই। এটাই বিজ্ঞ আলেমদের মত। হ্যা, কিছু সংখ্যক মানুষ এখনও মনে করেন যে, মাইকের আওয়াজ যন্ত্রের আওয়াজ।তবে তাদের এই বক্তব্য অসার।
والجهر أفضل حيث خلا مما ذكر، لأنه أكثر عملا ولتعدى فائدته إلى السامعين، ويقظ قلب الذاكر، فيجمع همه إلى الفكر، ويصرف سمعه إليه، ويطرط النوم ويزيد النشاط (رد المحتار، كتاب الحجر والإباحة، باب الاستبراء-9/570)
والجهر افضل فى غير ذلك، لأن العمل فيه أكبر، ولأنه يتعدى نفعه إلى غيره، ولأنه يوقظ قلب القارئ، ويجمع همه إلى الفكر، ويصرف سمعه اليه، ويطرد النوم ويزيد النشاط، (الموسوعة الفقهية الكويتية-16/192