১.হাতে অনেক হালকা করে ফ্লুইড লেগে ছিল,খেয়াল করিনি,নামায আদায় করে নিয়েছি।
এক্কটি ফাতওয়ায় দেখলাম লেখা যে যদি গাঢ় না হয়,তাহলে পানি প্রবেশে বাধা পাবে না,তাহলে ওযু হবে।
তবে পরে আরো লেখা চেষ্টা করেও উঠাতে না পারলে মাফ হয়ে যাবে।
আমারটা গাঢ় না,তবে আমি যেহেতু খেয়াল করছিলাম না,আমি উঠানোর চেষ্টা ও করিনি।
আমার কি ওযু হবে? নাহলে আমার ৫ওয়াক্তেরই নামায কাযা আদায় করতে হবে!
২. ফ্লুইড লেগে থাকা অবস্থায় ( যখন তুলনামূলক বেশি লেগে ছিল,তবুও ওতো গাঢ় না,জানি না পানি প্রবেশ করছে না,ওয়াসওয়াসা হচ্ছে বেশি ভাবতে গেলে) সালাতুল দুহা ও কিয়ামুল লাইল আদায় করছিলাম। ওযু যদি না হয়ে থাকে,এ দুই প্রকার নামায ও কি কাযা আদায় করতে হবে?