আস্সালামুআলাইকুম . ওয়েব ডেভেলপমেন্ট এ সাধারণত দুই (২) ধরণের ডেভেলপার কাজ করে থাকেন।
ক : Front-End Developer. খ : Back-End Developer . দুজনের কাজ ও ভিন্ন .
Front-End Developer এর কাজ : এনাদের ওয়েব ডিজাইনার ও বলাহয়। ইনাদের কাজ সাধারণত ডিজাইন রিলেটেড কাজ। যা আমরা একটি ওয়েব সাইট এ দৃশ্যমান দেখি তা তৈরী করাই এনাদের কাজ। যেমন :
ক। ওয়েব সাইটের কাঠামো কেমন হবে।
খ : ওয়েব সাইট এ কি কালার ব্যবহার হবে।
গ : লেখা কেমন হবে ।
ঘ : ওয়েব সাইটে ছবি এড (Add) করা ( বেপর্দা নারী ও হতে পারে ) ।
Back-End Developer এর কাজ : এনাদের কাজ পুরো বিপরীত অর্থাৎ ইনারা ওয়েব সাইটে দৃশ্যমান কিছু নিয়ে কাজ করেননা অর্থাৎ ডিজাইন তৈরী করেননা, এনাদের কাজ সাধারণত অদৃশ্যমান এবং Functional যেমন:
ক : কেউ যাতে তার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারে। ।
খ : ইকমার্স বা কাপড় বা কোনো কিছুর কেনা বেচার ওয়েবসাইট হলে সে যদি তার পণ্যটিতে ক্লিক করে তাহলে তার একাউন্ট থেকে সেই পরিমান টাকা কেটে নেয়া এবং মালিক পক্ষের একাউন্ট এ মেসেজ চলে যাওয়া যে এই বেক্তি এই পণ্যটি কেনার জন্য টাকা দিয়েছে।
গ: সকল তথ্য (Database) ও সার্ভার মেইনটেইন করা যেমন কে কোন পণ্য কিনছে বা কোন পণ্য গুলো বেশি কেনা বেচা হচ্ছে। সকল লগইন এর তথ্য ।
ঘ : ওয়েব সাইটে সিকিউরিটি (নিরাপত্তা ) দিকে খেয়াল রাখা যাতে কেউ হ্যাক না করে ফেলে বা পারে।
ঙ :ওয়েব সাইটের নানান ত্রুটি ঠিক করা যেমন মেসেজ কাজ করছেনা বা ডেলিভারি হচ্ছেনা বা কেউ আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারছেনা ইত্যাদি।
এখন আমার প্রশ্ন।
১ : Back-End কাজ কি হালাল ? ওপরে এদের কাজের বিবরণ দেয়া আছে।
২ : সাধারণত Back-End এর কাজ Front-End এর পরে হয়ে থাকে এখন আমি যদি দেখি ওই ওয়েবসাইট এ বেশিভাগ হালাল পণ্য বা ছবি আছে। কিন্তু কিছু কিছু জাগায় হারাম ছবি যেমন বেপর্দা মেয়ে অর্থাৎ হেজাব বা নেকাব করা নেই এমন ছবি একজন Front-End developer এড করে রেখেছেন। এখন আমার ওই ওয়েব সাইটের কাজের পারিশ্রমিক বা উপার্জন (income) হালাল হবে ? ( আমার কাজ ছবি এড (Add) বা রিমুভ করা না ) ।