আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
184 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (68 points)
edited by
আসসালামু আলাইকুম উস্তাদ, আহলে হাদিস রা কি সুন্নাতে ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত নয়?

একটু প্লিজ বলবেন,অনেক দ্বীনি আপুরা ঐক্যের কথা ভুলে গিয়ে শুধুই দলাদলি শুরু করেছেন,।
এই দলাদলি করাটা কতোটুক্ যৌক্তিক, আজ উম্মাহ এর অবস্থা এমন!!  তাদের ঐদিকে কোনো ফিকির নেই, মাজহাব যারা মানে শুধু কি তারাই সুন্নাতে ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


রাসূলুল্লাহ সাঃ বলেছেন,

وتفترق أمتي على ثلاث وسبعين ملة، كلهم في النار إلا ملة واحدة، قالوا: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي.

আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে।একদল ছাড়া সবাই জাহান্নামে যাবে।সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,ইয়া রাসূলুল্লাহ সেটি কোন দল?রাসূলুল্লাহ সাঃ বললেন,সেটা ঐ দল,যারা আমার ও আমার সাহাবাদের অনুসরণ করবে।(সুনানু তিরমিযি-২৬৪১)

উক্ত হাদীস দ্বারা বুঝা গেল যে,রাসূলুল্লাহ সাঃ এর পরবর্তী যুগে তেহাত্তর দলের আবির্ভাব হবে।এর মধ্য থেকে একদলই শুধুমাত্র জান্নাতে যাবে।আর অবশিষ্ট বাহাত্তর দল জাহান্নামে যাবে।

উলামায়ে কেরাম কুরআন হাদীসের আলোকে সেই নাজাতপ্রাপ্ত দলকে তালাশ করতে কয়েকটি আলামত নির্ধারণ করলেন।মূলত এই আ'লামত গুলোকেই আহলে সুন্নত ওয়াল জামাতের আ'লামত বলা হয়।
,
আহলে সুন্নাত ওয়াল জামাতের উল্লেখযোগ্য কিছু আক্বিদা-বিশ্বাস সম্পর্কে জানুনঃ 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দশটি উল্লেখযোগ্য আকিদার কথা পাওয়া যায়,সেই দশটি আকিদাকে আহলে হাদীসরাও মেনে থাকেন। সেজন্য তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে খারিজ বলা যাবে না।

তাই আহলে হাদীসরাও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (68 points)
(আল্লাহ তাআলাকে মাখলুকের মতো দেহ, অঙ্গ-প্রত্যঙ্গ ও আকার-আকৃতি বিশিষ্ট মনে করা অথবা কোন স্থানে আছেন বা আরশে বসেছেন ও অবস্থান করছেন মনে করা শিরক। আন-নূরুল লামি’, নাসিরী পৃ. ১৫৭; শারহুল আকীদাতিত তাহাভীয়্যাহ, বাবিরতী পৃ. ৩২; ইমদাদুল আহকাম, যফর আহমদ ওসমানী ১/১২৮, টীকায়। শায়েখ হাটহাজারীর উস্তাদে মুহতারাম সাইদ আহমেদ বলেছেন এই কথা। এই ধরনের ভ্রান্ত আকিদা লালন করে কথিত আহলে হাদিস সালাফিরা। এই জন্য বাতিল)

এই কথাটা কি সঠিক উস্তাদ?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...