আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
142 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
১. হানাফি ফিকহ অনুযায়ী আমল এবং আহলে হাদিস - এক্ষেত্রে ২ জনের সাথেই কি একই রকম ব্যবহার, আচরণ, মোহাব্বত করতে হবে?

২. যদি কোন ব্যক্তি বলে, আহলে হাদিস ইহুদিদের দালাল। সেক্ষেত্রে কি তার ঈমান চলে যাবে?

৩. একজন ব্যক্তি যদি আহলে হাদিসদের কাফের বলে সেক্ষেত্রে কি সেই মন্তব্যকারী ব্যক্তি কি কাফের হয়ে যাবে? যদি এমন হয় যে সে আহলে হাদিস সম্পর্কে তেমন কিছু জানে না। তাহলেও কি কাফের হয়ে যাবে? বিবাহিত হলে কি বউ তালাক হয়ে যাবে?

৪. টাইগার, স্পীড ইত্যাদি কোমল পানীয় কি হারাম? কোন কোন আলেম বলেছেন এগুলোতে নাকি এলকোহল থাকে। সেক্ষেত্রে এইগুলো কি নাপাক? জামায় লাগলে নাপাক হবে?

৫. ইউটিউব এ নির্ভরযোগ্য যদি কয়েকজন আলেমের নাম বলতেন যাদের বক্তব্য নিশ্চিন্তে শুনা যাবে।

৬. একজন হানাফি ফিকহ অনুযায়ী আমল কারী ব্যক্তি যদি আহলে হাদিস হয়ে যায় - এতে কি তার গুনাহ হবে?

1 Answer

0 votes
by (684,040 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
মুহাব্বত তো অন্তরের বিষয়, যার যাত ব্যাক্তিগত বিষয়, এটিকে বিধান জারী করে কাহারো উপর চাপিয়ে দেয়ার সুযোগ নেই।

শুধু এতটুকু বলা যায় যে প্রশ্নে উল্লেখিত কাউকে ঘৃণা করা যাবেনা।
মজহাব করতে হবে।

(০২)
সেক্ষেত্রে তার ঈমান চলে যাবেনা।

(০৩)
হাদীস শরীফে এসেছেঃ 
হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) ইরশাদ করেছেন, যখন কোন মুসলমান তার অপর মুসলমান ভাইকে বলে, ‘হে কাফের’ তখন যে কোন একজনের উপর অবশ্যই বাক্যটি পতিত হয়। যাকে কাফের বলা হল, সত্যিই যদি সে কাফের হয়ে থাকে তবে কোন কথা নেই। কিন্তু সে যদি তা না হয়ে থাকে তবে যে কাফের বলে সম্বোধন করে তার ওপরই পতিত হয়। (বুখারী ও মুসলিম)

عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْمَُرَ، أَنَّ أَبَا الأَسْوَدِ الدِّيلِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ أَبَا ذَرٍّ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: لاَ يَرْمِي رَجُلٌ رَجُلاً بِالْفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالْكُفْرِ، إِلاَّ ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ.

হযরত আবু যার (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স) কে বলতে শুনেছেন, কেউ যদি কাউকে কাফের বলে সন্বেধন করে অথবা আল্লাহর শত্রু বলে সম্বোধন করে অথচ সে তা নয়, তবে কাফের কথাটা বক্তার দিকেই প্রত্যাবর্তন করবে। (বুখারী ও মুসলিম,আল আদাবুল মুফরাদ ৪৩৪)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: أَيُّمَا رَجُلٌ قَالَ لأَخِيهِ: كَافِرٌ، فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا.

আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন লোক তার কোন ভাইকে ‘হে কাফের’ বলে সম্বোধন করলে তাদের একজন কুফরীর শিকার হলো (বুখারী, মুসলিম, তিরমিযী, মুয়াত্ত্বা মালিক,আল আদাবুল মুফরাদ ৪৪১)।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উপরোক্ত বিষয়টি ধমকি স্বরুপ বলা হয়েছে।
এর দরুন বাস্তবিক অর্থে কেউ কাফের হয়ে যায়না।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে সেই মন্তব্যকারী ব্যক্তি কাফের হয়ে যাবেনা।

বিস্তারিত জানুনঃ- 

(০৪)
টাইগার, স্পীড ইত্যাদি কোমল পানীয় হারাম নয়।
বিজ্ঞ উলামায়ে কেরামদের তাহকীক মতে এর মধ্যে যেই এলকোহল রয়েছে,তাহা খেজুর বা আঙ্গুরের রস দিয়ে বানানো নয়।
তাই এটি হারাম নয়।

(০৫)
সকল কওমি পন্থি আলেমদের বয়ান শুনতে পারেন।

(০৬)
এতে সে ওয়াজিব (তাকলিদে শাখসি) এর উপর আমল করলোনা।
সুতরাং ওয়াজিব ছেড়ে দেয়ার গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...