একটি কোম্পানিতে আইটি সেক্টরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স এর কাজের পাশাপাশি ইউটিউবে এবং ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে হবে, সেই ভিডিওগুলোতে মিউজিক ব্যবহার করা হয়। ভিডিওগুলো রেডি করাই থাকে, আমাকে শুধু ইউটিউব এবং ওয়েবসাইটে আপলোড করতে হবে। ভিডিওগুলো কোম্পানির বিষয়েও হয় আবার কিছু ভিডিওতে ইসলামিক সংগীত থাকে যেখানে আল্লাহকে মাওলা বলে ডাকা হয় সংগীতের মধ্যে এবং ইসলামিক ভিডিওগুলোতেও মিউজিক ব্যবহার করা হয়, অনেক সময় বেগানা নারীও থাকে ভিডিওর মধ্যে। এবং ভিডিওগুলো যাতে বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে সেজন্য ইউটিউবে SEO করতে হবে। এটা কোম্পানির মার্কেটিং সিস্টেম, এগুলোর মাধ্যমে তারা মার্কেটিং করে। এছাড়াও ইউটিউবের মাধ্যমে ইনকামও করে তারা। Ads এর মাধ্যমে যে ইনকাম হবে সেটাও আমাকে করতে হবে।
১। এই জব থেকে প্রাপ্ত অর্থ / স্যালারীর টাকা কি হালাল হবে নাকি হারাম হবে ?
২। এবং এই অবস্থায় আমার করনীয় কি? প্রয়োজনের তাগিদে কি জবটি আমি কনটিনিউ করতে পারবো নাকি জবটি আমার ছেড়ে দেওয়া উচিৎ??
বিদ্র: আমার আর কোনো ইনকাম নেই। আগে টিউশনি করতাম(জব পাওয়ার পর থেকে আর করি না- মাত্র কয়েকদিন হচ্ছে জব পেয়েছি), বাবা রিটায়ার্ড করেছেন, একটি মুদি দোকান আছে কিন্তু তাতে সংসার তেমন চলে না,। সাথে আমার পড়াশোনার খরচ আছে।
৩। প্রয়োজনের তাগিদে কি জবটি আমি করতে পারবো নাকি জবটি আমার ছেড়ে দেওয়া উচিৎ??
প্লিজ দ্রুত জানাবেন।