আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
180 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
edited by

একটি কোম্পানিতে আইটি সেক্টরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স এর কাজের পাশাপাশি ইউটিউবে এবং ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে হবে, সেই ভিডিওগুলোতে মিউজিক ব্যবহার করা হয়। ভিডিওগুলো রেডি করাই থাকে, আমাকে শুধু ইউটিউব এবং ওয়েবসাইটে আপলোড করতে হবে। ভিডিওগুলো কোম্পানির বিষয়েও হয় আবার কিছু ভিডিওতে ইসলামিক সংগীত থাকে যেখানে আল্লাহকে মাওলা বলে ডাকা হয় সংগীতের মধ্যে এবং ইসলামিক ভিডিওগুলোতেও মিউজিক ব্যবহার করা হয়, অনেক সময় বেগানা নারীও থাকে ভিডিওর মধ্যে। এবং ভিডিওগুলো যাতে বেশী সংখ্যক মানুষের কাছে পৌঁছে সেজন্য ইউটিউবে SEO করতে হবে। এটা কোম্পানির মার্কেটিং সিস্টেম, এগুলোর মাধ্যমে তারা মার্কেটিং করে। এছাড়াও ইউটিউবের মাধ্যমে ইনকামও করে তারা। Ads এর মাধ্যমে যে ইনকাম হবে সেটাও আমাকে করতে হবে।

১। এই জব থেকে প্রাপ্ত অর্থ / স্যালারীর টাকা কি হালাল হবে নাকি হারাম হবে ? 

২। এবং এই অবস্থায় আমার করনীয় কি? প্রয়োজনের তাগিদে কি জবটি আমি কনটিনিউ করতে পারবো নাকি জবটি আমার ছেড়ে দেওয়া উচিৎ?? 

বিদ্র: আমার আর কোনো ইনকাম নেই। আগে টিউশনি করতাম(জব পাওয়ার পর থেকে আর করি না- মাত্র কয়েকদিন হচ্ছে জব পেয়েছি), বাবা রিটায়ার্ড করেছেন, একটি মুদি দোকান আছে কিন্তু তাতে সংসার তেমন চলে না,। সাথে আমার পড়াশোনার খরচ আছে।

৩। প্রয়োজনের তাগিদে কি জবটি আমি করতে পারবো নাকি জবটি আমার ছেড়ে দেওয়া উচিৎ?? 

প্লিজ দ্রুত জানাবেন। 

1 Answer

0 votes
by (606,750 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/669

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার বর্ণিত পেশাতে অনেক প্রকারের হারামের সংশ্লিষ্টতা রয়েছে, তাই এমন চাকুরী ছেড়ে দিয়ে আবার টিউশনি বা হালাল কোনো চাকুরী করাই আপনার দায়িত্ব ও কর্তব্য।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (606,750 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...