ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মহিলাদেরও বীর্যপাত
এর ক্ষেত্রে গোসল ফরয হবে। হযরত উম্মে সালমা রা. থেকে বর্নিত, তিনি বলেন, ‘একবার হযরত উম্মে সুলাইম বিনতে মিলহান রা. নবী করিম সা. এর দরবারে
উপস্থিত হলেন। অত:পর বললেন হে আল্লাহর রাসুল! সা. সত্যের ব্যাপারে আল্লাহ তাআলা সংকোচ
বোধ করেন না। মহিলাদের যখন পুরুষদের মতো স্বপ্নে স্বপ্নদোষ হতে দেখে, তবে কি তাদের ওপর গোসল ফরজ? প্রতিউত্তরে রাসুল সা. বললেন,
فَلْتَغْتَسِلْ يَا أُمَّ سُلَيْمٍ
إِذَا رَأَتْ ذَاكِ
হ্যাঁ, যখন সে তরল পদার্থ বা পানি দেখে, তখন যেন সে গোসল করে নেয়।’ সহীহ বুখারী, হাদিস নং- ২৮২
সুতরাং উক্ত হাদিস
দ্বারা বুঝা গেলো পুরুষের ন্যায় মহিলাদেরও স্বপ্নদোষ হয়। মহিলাদের স্বপ্নদোষ জানার
উপায় হলো দুটি। যেটা ইমাম নববী (রহ:) উল্লেখ করেছেন,
১) যখন মহিলার বীর্যের
গন্ধ পুরুষের বীর্যের গন্ধের ন্যায় হবে।
২) বীর্যপাতের সময়
আনন্দ উপভোগ করা এবং বীর্যপাতের পর যৌন চাহিদা
দুর্বল হয়ে পড়া। এ দুটি উপায় থেকে কোনো একটি উপায় পাওয়া গেলে সকল ফুকাহায়ে কেরাম
একমত যে তার ওপর গোসল ফরজ।
উল্লেখ্য যে, স্বাভাবিক ভাকে মহিলার যৌনিদ্বার দ্বারা যেই পানি বের হয় তাকে
Cervical fluid বলে।
আর মেডিক্যাল সাইন্স
অনুযায়ী ‘যে ডিসচার্জ দ্বারা নারী উত্তেজনা অনুভব করে তাকে Arousal fluid বলে।
আর ইসলামী ফিকহ সাইন্সে
এটার সাথেই নারীর গোসল ফরয হওয়ার হুকুম প্রদান করা হয়েছে।
কি কি কারণে গোসল
ফরজ হয় ও গোসলের ফরজ সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/3604/
গোসলের পদ্ধতি
সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/21252/?show=21252#q21252
★ সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী বোন!
১-৩. শুধু স্বপ্নে (সহবাস করতে) দেখলেই হবে না। বরং যোনীদ্বার দিয়ে বীর্যও নির্গত হতে হবে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি কাপড়ে বীর্যপাতের কোনো আলামত দেখে থাকেন তাহলে আপনার উপর গোসল
ফরজ হয়ে ছিলো, অন্যথায় নয়। আর আপনার উক্ত গোসল করার সময় যদি গোসলের ফরজগুলো আদায় হয়ে যায়
তাহলে আপনার ফরজ গোসল আদায় হয়েছে অন্যথায় নয়।
৪. বাস্তবেই যদি আপনার উপর গোসল ফরজ হয়ে থাকে আর
এটা আপনি ভুলে যান। তো যখন মনে পড়বে তখন গোসল করে নিবেন এবং গত নামাজগুলোও কাযা করে
নিবেন।