বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمۡ اَنۡ یَّاۡکُلَ لَحۡمَ اَخِیۡہِ مَیۡتًا فَکَرِہۡتُمُوۡہُ ؕ وَ اتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ تَوَّابٌ رَّحِیۡمٌ ﴿۱۲﴾
হে ঈমানদারগণ! তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাক; কারণ কোন কোন অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তো একে ঘৃণ্যই মনে কর। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ্ তওবা গ্রহণকারী, পরম দয়ালু।
(সুরা হুজরাত ১২)
ধারণা করাঃ-
বিশ্বাস এর দিক লক্ষ্য করে কোনো বিষয়ে সাম্যক জ্ঞান না থাকা সত্ত্বেও অভিজ্ঞতা সহ বিবিধ বিষয় বিবেচনা করা কোনো বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়াকে ধারণা বলা হয়।
দূরদর্শিতাঃ-
বিচক্ষণ, বহুদর্শী।
দূরদর্শিতা,পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যৎ দৃষ্টি আছে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে শরীয়তের নির্দেশনা হলো তার ব্যপারে অযথা মন্দ বা কু ধারণা না করা।
ভালো ধারণা রেখে তার ব্যপারে ভবিষ্যত পরিকল্পনা করা যাবে।