আসসালামু আলাইকুম উস্তাদ।
আমার চাচা আমার দাদির সূত্রে পাওয়া সকল সম্পত্তি একাই নিজের নামে করে নিয়েছেন।যেখানের অর্ধেক আমার বাবার,ফুফিদের। মূলত হক মেরে খেয়েছেন।উনি আমাদের বসত ভিটাতেও ঘর বাঁধতে দিচ্ছেননা,এমনকি যে ঘরে এখন আছি প্রতিদিন অপমান,মানসিক চাপ দিচ্ছেন।আমার আব্বু নরম, টাকা না থাকা,ক্ষমতাহীন মানুষ।আমরাও এখনো ছোটো।চাচার করা বিনা দোষে অপমানে আমাদের বাসায় এখন নিরবতা চলে আসছে,।চাচার,সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত??? উনার সাথে আমরা যথেষ্ট ভদ্রতা রক্ষা করি,উনার কিছু হলে আমরা পাশে থাকি।অথচ বার বার একই ধোঁকা, অপমানে সত্যিই আর সম্মান করতে মন চায় না। আমার,কয়েকটি প্রশ্ন----
১)উনার এই হক খাওয়া টাকা কি হারাম হলো??
২)আর উনার পরিবারের স্ত্রী, মেয়ে তারা আমাদের সাথে আচরন ভালো,সু সম্পর্ক বজায় রাখেন।কিন্তু তলে তলে সবাই চাচার তোষামদের দালাল।
৩)উনারা আমাদের প্রতিবেশি হিসেবে খাবার দাবার শপয়ার করেন এসব আমি আর আমার ভাইয়ের গলা দিয়ে নামে না,তাই তাদের দেওয়া কিছু খাইনা,ফিরিয়ে দি।কারণ চাচা বার বার খোটা দেন-যে উনি আমাদের খাওায়ইছেন,বড় করছেন,,,,,,,(যদিও এসব মিথ্যা)।
৪)আম্মুকে অনেক অপমান করেন,পুরো এলাকায় শোনা যায় তার চিল্লানোগুলো।এতোটা কষ্টে উনার প্রতি ঘৃনা জমে গেছে,,আমি উনার পরিবারের লোকজনের সাথেও খারাপ আচরন করে ফেলি অনেক সময়।কারণ তারা মুখে বলে উনার এই অর্থ হারাম তারা গ্রহন করবেনা,াঅথচ প্রতিনিয়ত এই হক মারা টাকাই আরাম করছে,,বিভিন্ন বিলাসিতা করছে।এতে আমার কোনো সমস্যা নেই,,কষ্ট হয়।তারা মুনাফেকি কেন করছে এটা ভেবে।