ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তবে যদি এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে লাহনে জ্বলী হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।
সুতরাং হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে, তখনই উক্ত বাক্যকে আবার উচ্ছারণ করতে হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) একজন আগে 'আলহামদুলিল্লাহ ' শব্দটি ভুলভাবে উচ্চারণ করত। তখন সঠিক উচ্চারণ টি জানত না। এজন্য ঐ সময়ে তার ইমানে সমস্যা হবে না।
(২) বিয়ের সময় 'কবুল' শব্দটির সঠিক উচ্চারণ হয় নাই, ভুল উচ্চারণে 'কবুল ' বলায় বিয়েতে কোনো সমস্যা হবে না।