আসসালামু আলাইকুম, শাইখ। আশা করি ভালো আছেন।
শাইখ আমার কয়েকটি প্রশ্ন ছিল, দয়া করে উত্তর দিবেন।
১/আমি প্রসাব করার পর উঠে কয়েক মিনিট হাটাহাটি করি যাতে পূর্নাঙ্গ পবিত্র হতে পারি, এইটা কি ঠিক।নাকি প্রসাব করার পর সেখানেই কয়েকমিনিট বসে থাকতে হবে, এরপর উঠে যেতে হবে।এইটাতো সব জায়গায় সম্ভব না হাটাহাটি করা, যেমন আমি মসজিদের প্রসাব খানায় কিভাবে হাটাহাটি করা সম্ভব, অথবা বেড়াতে গেলে?
আমার কাছে প্রসাব করার পর মনে হয় প্রসাব এর ফোটা প্যান্টে লাগতেছে কিন্তু আমি খুলে দেখি প্রসাবের ফোঁটা নাই, কিন্তু মাঝে মাঝে প্রসাবের জায়গায় চাপ দেয়ার পর প্রসাবের ফোঁটা আসে।
২/শাইখ, আমি কলেজের মেসেঞ্জার গ্রুপে এড আছি ওইখানে ছেলে-মেয়ে একসাথে। ওইখানে আমি মাঝে মাঝে ইসলামিক পোষ্ট দেই, ওইখানে কি ইসলামিক ভিডিও, ইসলামিক পোষ্ট শেয়ার করা ঠিক হচ্ছে? ওইখানে ছেলে-মেয়ে একসাথে কথা-বার্তা বলে, আমি কি গ্রুপটা থেকে লিভ নিব নাকি গ্রুপে থেকে মাঝে মাঝে ইসলামিক কথা বলবো?
৩/শাইখ, আমি চাইতেছি একটা ব্যবসা করতে,
কিন্তু কার্প অরিজিনাল একটা চকলেট কোম্পানি, পণ্য দোকানে সেল করে। অনেকে চকবাজার থেকে নকল কার্প পণ্য এনে বিক্রি করতেছে, এইটা কি জায়েজ হইতেছে? কোম্পানির নাম নকল করে অনেকে ব্যবসা করলেও নকল পণ্য গুলো ভালো আছে, শুধু নামটা নকল।
আর রিয়েলমি বা বিভিন্ন কোম্পানির ডুব্লিকেট ইয়ারফোন বিক্রি করা বা কেনা জায়েজ?
৪/শাইখ, আমি যে বাসায় থাকি ওইখানে অনেক ছাড়পোকা, কয়েকবার ওষুধ দেয়া হইছে, কিন্তু কয়েকদিন থাকে না এরপর আবার চলে আসে।
ছারপোকা থেকে মুক্তির জন্য কোনে দোয়া আছে?