আসসালামু আলাইকুম!
এক নওমুসলিমা যার সার্টিফিকেট অনুযায়ী 18 বছর বয়স হতে আরো 4 বছরের মতো বাকি। আমাদের দেশ ইসলামিক কান্ট্রি হলেও পুরোপুরি ইসলামের নিয়মে চলে না, তাই এখন যদি সে নিজের পরিবারে তার ইসলাম ধর্ম গ্রহন করার বিষয়টা বলে দেয়, তাহলে বর্তমানে যেটুকু দ্বীন পালন করতে পারছে, আলহামদুলিল্লাহ, বলার পর ফ্যামিলির চাপে সেটুকুও পালন নাও করতে পারে! তাই যতদিন না তার 18 হচ্ছে, সে কি ফ্যামিলির সাথেই থাকতে পারবে? নাকি সে অন্য ব্যবস্থা গ্রহন করে তার পরিবারকে ত্যাগ করবে! যেহেতু আমরা জানি, পূর্বে যেসব সাহাবী ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন, তারা সাথে সাথেই তাদের পরিবারকে জানিয়ে পরিবারকে থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন!
এমতাবস্থায় সেই নওমুসলিম মেয়ে কি করতে পারে! জানালে অনেক উপকৃত হতাম শায়েখ!