ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হাসান ইবনে আলী রাযি থেকে বর্ণিত রয়েছে।
ﻭﻋﻦ ﺍﻟﺤَﺴَﻦِ ﺑﻦ ﻋَﻠﻲٍّ ﺭﺿﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﺣَﻔِﻈْﺖُ ﻣِﻦْ ﺭَﺳُﻮﻝ ﺍﻟﻠَّﻪِ ﷺ : « ﺩَﻉْ ﻣَﺎ ﻳَﺮِﻳﺒُﻚَ ﺇِﻟﻰ ﻣَﺎ ﻻ ﻳﺮِﻳﺒُﻚ » ﺭﻭﺍﻩُ ﺍﻟﺘﺮﻣﺬﻱ ﻭﻗﺎﻝ : ﺣﺪﻳﺚٌ ﺣﺴﻦٌ ﺻﺤﻴﺢٌ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছি।তিনি বলেন,সন্দেহ যুক্ত জিনিষকে পরিহার করে সন্দেহমুক্ত জিনিষকে গ্রহণ করো।(সুনানু তিরমিযি-২৪৪২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু উনার কাজে হালাল হারামের সংস্পর্শ রয়েছে, উনার কাজে সুদের সরাসরি সংস্পর্শ থাকার দরুণ উনার উপর ওয়াজিব যে, উনি এই চাকুরী ছেড়ে দিবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/398
(২)
৩ তালাকের পর স্বামী স্ত্রীর মিলনের পর যেই বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চা অপবিত্র নয়। সেই বাচ্চা যদি আল্লাহর বিধান মেনে চলে, তাহলে সেও জান্নাতে যাবে।তবে সেই বাচ্চা তার মায়ের পরিচয়েই বড় হবে।বাবার পরিচয় শরীয়ত সম্মত নয়। ইসলামে গ্রহণযোগ্য নয়।
(৩)
স্বামীর অনুমতি ব্যতিত স্ত্রী নিজ বাসস্থানের বাহিরে যেতে পারবে না।হ্যা, ঠুকটাক মানবিক প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে।
(৪)
ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করলে যদি বৈধ ও হালাল টাকা দ্বারা লোনের টাকা পরিশোধ করা হয়, তাহলে সেই বাড়িতে থাকা নাজায়েয হবে না।হ্যা, সুদ গ্রহণের গোনাহ অবশ্যই হবে।
(৫)
সামাজিক দায়বদ্ধতার অালোকে সামার্থ্য থাকাবস্থায় ইমাম সাহেবের বেতনের জন্য চাদা দেওয়া জরুরী। নতুবা সামাজিক বিশৃঙ্খলাকারী হিসেবে বিবেচিত হতে হবে।
(৬)
এলাকার উচিৎ একজন বিশুদ্ধ তিলাওয়াতকারী দেখে মুওয়াজ্জিন নিয়োগ দেয়া। যদি সভাপতি ব্যতিত আর কারো তিলাওয়াত বিশুদ্ধ না থাকে, তাহলে সভাপতি ইমামতি করতে পারবেন।
(৭)
দেওবন্দের ফাতাওয়া হল, তাবলীগ নিয়ে গ্রুপ করা যাবে না। বরং সবাই মিলে কাজ করতে হবে। কেউ কাউকে ভালোমন্দ কিছুই বলতে পারবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/65898