বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নুরুল ইযাহ কিতাবে বর্ণিত রয়েছে,
سجدتان بتشهد وتسليم لترك واجب سهوا وإن تكرر، وإن كان تركه عمدا أثم ووجب إعادة الصلاة لجبر نقصها،
কোনো ওয়াজিবকে কেউ ভুলে তরক করে ফেললে,সিজদায়ে সাহু ওয়াজিব হবে। একই নাসাযে বারংবার ভুলে ওয়াজিব তরক করলে একই সিজদা সাহু ওয়াজিব হবে। যদি কেউ নামাযে ইচ্ছাকৃত কোনো ওয়াজিবকে তরক করে ফেলে তাহলে সে গোনাহগার হবে।এবং ক্ষতিপূরণবাবদ নামাযকে আবার দোহড়াতে হবে।
মারাকিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে,
وإن كان تركه" الواجب "عمدا أثم ووجب" عليه "إعادة الصلاة" تغليظا عليه "لجبر نقصها"
যদি কেউ নামাযে ইচ্ছাকৃত কোনো ওয়াজিবকে তরক করে ফেলে তাহলে সে গোনাহগার হবে।এবং ক্ষতিপূরণবাবদ নামাযকে আবার দোহড়াতে হবে।এটা নামাযীর প্রতি সতর্কতামূলক বিধান।(মারাকিল ফালাহ-১/১৭৮)
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তাকবীর বলার পর যেহেতু আপনি রু'কুতে এখন পর্যন্ত যাননি।তাই বুঝা গেল যে,আপনার স্বরণে কেরাত রয়েছে।এখন রু'কুতে যাওয়া মানে স্বেচ্ছায় ওয়াজিব তরক করা।তাই আপনাকে আবার নামায দোহড়িয়ে পড়তে হবে।এখানে সিজদায়ে সাহু দিলে হবে না।কেননা এখানে আপনি ইচ্ছাকৃত নামাযের ওয়াজিবকে তরক করছেন।