ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফ্লোর যদি টাইলসবিহীন হয়, তাহলে নাপাকির ওপর পানি ঢেলে দিলে তা পবিত্র হয়ে যাবে। তবে পানি ঢালার পূর্বেই যদি শুকিয়ে যায়, তাহলেও পবিত্র হয়ে যাবে। কেননা তা মাটির হুকুমে। আর যদি ফ্লোর টাইলসবিশিষ্ট হয় এবং টাইলসগুলো আয়নার মতো সমান হয় এবং পানি চোষার ক্ষমতা না রাখে, তাহলে তা আয়নার হুকুমে। অর্থাৎ কোন কাপড় জাতীয় বস্তু দ্বারা মুছে ফেললে পবিত্র হয়ে যাবে। কিন্তু টাইলসে যদি মাটির মতো শোষণ ক্ষমতা থাকে, তাহলে তা মাটির হুকুমে। অর্থাৎ শুকানোর দ্বারা পবিত্র হয়ে যাবে। আর যদি শোষণ ক্ষমতা না থাকে এবং আয়নার মতো সমানও না হয়, তাহলে নাপাকি দূর হওয়া পর্যন্ত পানি দিয়ে তা ভালো ভাবে ধুতে হবে। (আরো জানতে দেখুন- ই’লাউস সুনান: ১/৩৯২, হিদায়া: ১/৫৬, ফতহুল কদীর: ১/১৭৪, মাবসুতে সারখসী: ১/২০৬)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/46555
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বেহেশতি জেওরে সম্ভবত ভিন্ন কোনো মাস'আলা বর্ণনা করা হয়েছে।কমেন্টে রেফারেন্স উল্লেখ করবেন।
(২)
ভারী কম্বল নাপাক হয়ে গেলে, সেটাকে কমপক্ষে একবার ধৌত করে বা সেই কম্বলের উপর পানি ঢেলে দিয়ে তার শুকাতে হবে। নতুবা পবিত্র হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/19995
(৩)
হায়েয নেফাসের মাসআলা যদি এতই কঠিন হত, তাহলে কেউ এটা সম্পর্কে জানতো বা বুঝতে পারতো না।অথচ অনেক সংখ্যক লোক এটাকে জানে ও বুঝে।কাজেই বুঝা গেল, এই মাস'আলাটি তত কঠিন নয়।
(৪)
স্বামী - স্ত্রী একজন আরেকজনকে হস্তমৈথুন করে দিলে দুজনেরই যে গোসল ফরজ হবে এমন না।বরং যার হস্তমৈথুন করা হবে,যদি তার বীর্য বের হয়, তাহলে শুধুমাত্র তারই গোসল ফরয হবে।
বিনা প্রয়োজনে স্বামী স্ত্রী পরস্পসর হস্তমৈথুন করে দেওয়া জায়েয হবে না।নিজে নিজে করাতো জায়েয হবেই না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4344
(৫)
আপনার জীবনের দিক পরিবর্তন হবে।ইতিপূর্বে যা আপনার কাছে ভালো লাগতো,আগামিতে সেটা আর ভালো লাগবে না।