জবাব
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা বলেনঃ
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
হে নবীর স্ত্রীগণ! তোমরা অন্য নারীদের মত নও [ইহুদী খৃষ্টান)। তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}
উক্ত আয়াতে পরিস্কার ভাষায় মেয়েদের গায়রে মাহরাম পুরুষের সামনে নিজেকে প্রকাশ করতে, অপ্রয়োজনে কথা বলতে, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে নিষেধ করা হয়েছে।
প্রয়োজনীয়, কোন কথা থাকলে কম কথায় শেষ করে নিবে। অযথা কথা বলা হারাম।
★সুতরাং গায়রে মাহরাম পুরুষ আত্মীয়র সাথে কথা বলারও একই বিধান।
মাহরাম,নন মাহরাম সম্পর্কে বিস্তারিত জানুনঃ
,
★সুতরাং গায়রে মাহরাম পুরনো আত্মীয়ের সাথে অপ্রয়োজনীয় কথা বলা এমনিতেই নাজায়েজ, সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে কথা না হলে কোনো সমস্যা নেই।
কথা তো না বলাই উচিত,
শুধু কথা না বললেই এক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ হবেনা।
তার সাথে কথা না বলাই শরয়ী বিধান,তবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবেনা,তাদের দুঃখ কষ্টে এগিয়ে আসতে হবে,সাহায্য পূরন করতে হবে,সেই পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের সাথে ফোনে কথা বলবে।
,
মাহরাম গায়রে মাহরামদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন সংক্রান্ত বিস্তারিত জানুনঃ