আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১.নামাজে তাশাহুদ পাঠের সময় আত্তাহিইইয়াতু বলার সময় এখানে আমি যদি হিইইয়া না বলে শুধু হিইয়া বলি তাহলে কি নামাজ হবে?? মানে এখানে তো তাশদীদের মাধ্যমে হা,,, ইয়া এর সঙ্গে যুক্ত হবে। কিন্তু আমি এভাবে যুক্ত করে সঠিকভাবে পড়তে পাচ্ছিনা। তাই আমি যদি শুধু হা যবর হা পড়ি এবং ইয়াকে পৃথকভাবে (ইয়া যবর ইয়া) উচ্চারণ করি মানে তাহলে কি অর্থের বিবৃতি হবে?? অর্থাৎ ইয়াকে তাশদীদের মাধ্যমে যুক্ত না করে দুটো হরফকে যথাক্রমে যের ও জবরের মাধ্যমে উচ্চারণ করি তাহলে হবে?? অর্থাৎ আত্তাহিইইয়াতু এর পরিবর্তে আত্তাহিইয়াতু পড়ি তাহলে কি হবে??
২.কমোড বাথরুমে টয়লেট করার সময় যখন কমোডের ওই পানির মধ্যে বাথরুমটা পরে,, তখন ওই পানি এসে গায়ে হাতে পায়ে লাগে। চাইলেও ওই পানি এড়ানো সম্ভব নয়। বাথরুম করলেই ওই পানির ছিটে আসবেই। ওই পানি গায়ে লাগলে কি নাপাক হয়ে যাবে?? কি করনীয় এ বিষয়ে বিস্তারিত বলবেন দয়া করে।
৩.আমার কলেজে সহশিক্ষা বিদ্যমান। আমি তাই জন্য কলেজে যেয়ে নিয়মিত ক্লাস করতে চায়না। কিন্তু মাঝে মাঝে ক্লাস না করলেও হবে না। এইজন্য কলেজে গিয়ে একটা দুইটা ক্লাস করে চলে আসতে চাইছি। এইভাবে কিছু ক্লাস করে চলে আসা কি জায়েজ হবে?? নাকি আমাকে কলেজ টাইমের পুরো ক্লাস করতে হবে?? এতে কি কলেজ ফাঁকি দেওয়ার গুনাহ হবে?? স্যারদেরকে হয়তো বলে চলে আসতে পারবোনা। যখন একটা ক্লাসের পরে,, স্যার চলে যাওয়ার পরে,,,, অন্য স্যার আসার মধ্যে ব্যবধান আছে,, ওর মধ্যে থেকে লুকায় অথবা সামনে দিয়ে চলে আসতে হবে লুকায় অথবা সামনে দিয়ে চলে আসা কি জায়েজ হবে??