আসসালামু আলাইকুম। নীচের প্রশ্নগুলোর উত্তরের আশা করছি। জাযাকাল্লাহু খায়রান।
(১) কোনোকিছু দ্রুত পড়তে গিয়ে যদি ভুল পড়ে ফেলি বা ভুল ধারণা পোষণ করে ফেলি তাহলে কি তাতে গুনাহ হয়?
(২) ইতোপূর্বে অনেকবার এমন হয়েছে যে, ভুল পড়লে গুনাহ হবে ভেবে কিছু পড়ার সময় বারবার সেই লেখাটি পড়েছি। এতে কি আমার গুনাহ হয়েছে? (৩) যদি গুনাহ হয়ে থাকে তাহলে এখন সবগুলোর জন্য একবারে মাফ চাইলে হবে কি?
(৪) আবার অনেক সময় এমনও হয়েছে, কোনো একটা লেখা পড়তে গিয়ে ভুল পড়লাম কিনা সেই সন্দেহে লেখাটি আবার পড়ার প্রয়োজন অনুভব করছিলাম। কিন্তু পরে ভাবলাম হয়তো আরেকবার পড়ার প্রয়োজন নেই, এখানে হয়তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে, আরেকবার না পড়লে গুনাহ হবে। সেসব চিন্তা করে হয়তো প্রয়োজন থাকা সত্বেও লেখাগুলো আরেকবার পড়া থেকে বিরত থেকেছি। এতে কি আমার গুনাহ হয়েছে? (৫) যদি গুনাহ হয়ে থাকে তাহলে এখন সবগুলোর জন্য একবারে মাফ চাইলে হবে কি?
(৬) যদি আরেকবার পড়ার প্রয়োজন মনে করা সত্ত্বেও, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ভেবে আরেকবার পড়া থেকে বিরত থাকি এবং এর কারণে ভুল পড়ে ফেলি বা ভুল ধারণা পোষণ করে ফেলি তাহলে কি তাতে গুনাহ হয়েছে?(৭) গুনাহ হয়ে থাকলে অতীতে অসংখ্যবার এখন গুনাহ হওয়ার কারণে এখন একবারে সবগুলোর জন্য মাফ চাইলে হবে কি?
(৮) এছাড়া অনেকসময় কেউ কিছু বললে, ভালো করে শুনতে না পারার কারণে যদি বিষয়টি নিয়ে ভুল ধারণা পোষণ করি, তাহলেও কি তাতে গুনাহ হয়? (৯) যদি গুনাহ হয়ে থাকে তাহলে অতীতে অনেকবার এমন হয়ে থাকলে এখন সবগুলোর জন্য একবারে মাফ চাইলে হবে কি?
(১০) অনেক সময় কোনো কিছু পড়ার প্রয়োজন মনে করলেও, পড়তে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে ভেবে পড়া থেকে বিরত থাকি, এতে কি গুনাহ হয়?(১১) যদি গুনাহ হয়ে থাকে তাহলে অতীতে অনেকবার এমন হয়ে থাকলে এখন সবগুলোর জন্য একবারে মাফ চাইলে হবে কি?