আমার পরিচিত এক দ্বীনি বোনের করা প্রশ্ন
আমার পরিবার একজনের সাথে বিয়ে ঠিক করে রেখেছে, তারা এবং আমাদের পরিবারের প্রায় সবাই রাজি এই বিয়েতে,,কিন্তু তাদের ইসলামিক জ্ঞান না থাকায় আমাদের দুজন কে হারামের মধ্যে রেখে দিয়েছে,,আমার পরিবার এখনি বিয়ে পড়ালে এখনি রাজি কিন্তু ছেলের বাড়ির লোকজন তারা ছেলের মেজ ভাই আসার অপেক্ষায় দিন কাটাচ্ছে,,,ছেলে অন্য ভাই বোনেরা সৎ তাদের সাথে সম্পর্কও তেমন ভালো না,,ছেলের কাছের লোক বলতে তারাই,,,বিয়ের সব খরচ থেকে শুরু করে মেয়ে ভরণপোষণ ছেলে নিজেই বহন করবে,,,,তাদের ভূমিকা শুধু এতোটুকু বিয়ে তে থাকবে,,কিন্তু তারা তাদের ছোট ভাইকে সবাই একসাথে হয়ে বিয়ে করাবে,,,তাদের এই গড়িমসির ফল আমাকে পোহাতে হচ্ছে,, গত ৬ মাস ধরে ওনার ভাই আসবে আসবে করে আসছে না,,ওনারা বলেছে ছেলের ভাই আসলেই বিয়ে পড়াবে,,কিন্তু ছেলের ভাই আসার কোন ঠিক নেই,,,ছেলের সাথে কথাবার্তা আর দেখা সাক্ষাৎ হয় একজন বাগদত্তা হিসেবে, যেটা দুই পরিবারের কেউ ই খারাপ চোখে দেখছে না,,,এটা তাদের কাছে নরমাল,,কিন্তু আমার দ্বীনের বুঝ থাকায়,,হারাম কি, তা যতটুকুই হোক না কেনো,,এসব জ্ঞান থাকার পরও আমার দ্বারা এসব ফিতনা হয়ে যাচ্ছে,, আমি নিজেকে হারামের মধ্যে থেকে কিছুতেই শান্তি পাচ্ছি না,,আমার ইবাদতে মন নেই,,আমার ইমান-আমল সব শেষের পথে৷ আমি অশান্তি তে মরে যাচ্ছি,,আমার শুধু পাগল হওয়া বাকি,,হারামে একবিন্দু আরাম নেই,,, ছেলে তার পরিবার কে হাজার বুঝিয়েও কোন কিচ্ছু করা সম্ভব হচ্ছে না,,আমার পরিবারেও আমি বলতে সাহস পাচ্ছি না,,তারা আমাকে খারাপ কথা শুনাবে আর বলবে অপেক্ষা করতে,,আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছি,,নিজেকে অনেক অপরাধী লাগছে,,কিছুতেই বাগদত্তার সাথে যোগাযোগ বন্ধ রাখতে পারছি না,,সম্পর্কের গভীরতা বাড়ছে বই কমছে না,,মাথায় সব সময় সুইসাইড করার চিন্তা আসে,,আমার রবের সাথে সেই সম্পর্ক আমি হারিয়ে ফেলেছি,
আমার এমন কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজন লুকিয়ে বিয়ে করে রাখব,,,,আমরা দুজন স্বাভাবিক ভাবেই জীবন কাটাবো কিন্তু আমরা দুজন সাক্ষীর সামনে বিয়ে করতে চাচ্ছি,, পরবর্তী তে পারিবারিক ভাবে বিয়ে করব আমার এই বিয়ে টা করা ঠিক হবে? এই বিয়ে বৈধ হবে?
আর বিয়ের নিয়ম নিয়ে কিছু প্রশ্ন হলো
বিয়ের সময় ছেলে নিজে খুৎবা পড়তে পারবে আর ইজাব টা ছেলে নিজে বলতে পারবে? আর যদি অন্য কেউ বিয়ে পড়ায় তাহলে যিনি বিয়ে পড়াচ্ছেন তাকে বাদ দিয়ে বাকী ২জন সাক্ষী লাগবে নাকি যিনি বিয়ে পড়াবেন ওনি আরেকজন সাক্ষী এই দুজন শুনলেই হবে?
আশাকরি শ্রীঘ্রই উত্তর পাবো,,