ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রশ্নটা আমার স্বামী ও করেছে কিন্তু ও গুছায় বুঝানের মতো লিখতে পারেনি আর ৪টা প্রশ্নের উত্তর ও পায়নি,তাই প্লিজ হুজুর ৪টা প্রশ্নের উত্তর দিবেন........
আমি স্বামীকে উদ্দেশ্য করে তালাক দিয়েছিলাম ১ তালাক, ২ তালাক,৩ তালাক এইগুলো বলছিলাম কিন্তু ( আমি অভিমান করেই দিছিলাম কোন নিয়ত,উদ্দেশ্য ছিলোনা,মাসালা জানতাম না, মুখে বললে তালাক হয় সেটাও জানতাম না)স্বামী লিখিত এবং মোখিক ভাবে কোন অধিকার দেইনাই আমাকে।
কিনতু আমার প্রশ্ন হলো
প্রশ্ন ১:স্বামীকে তালাক দিলেতো তালাক হবেনা তাইনা?
প্রশ্ন ২:সেদিন রাতে সহবাস করতে চাইলে অভিমান করে কোন নিয়ত বা উদ্দেশ্য ছাড়া সহবাসে বাধা দিতে দিতে ""'' আমি তোমার জন্য হারাম হয়ে গেছি""((((অর্থাত ওকে তালাক দিয়েছি তাই অভিমান করে যদি বাক্যটা বলতাম কোন নিয়ত বা উদ্দেশ্য ছাড়া এবং নতুন কোন তালাকের উদ্দেশ্য বা নিয়ত না করে,মানুষতো এতো ভেবেচিন্তে সব বলেনা,,তালাকের নিয়ত বা উদ্দেশ্যর প্রশ্নই আসেনা)))
প্রশ্ন হলো যদি অধিকার থাকতো নিয়ত আর উদ্দেশ্য ছাড়া " আমি তোমার জন্য হারাম হয়ে গেছি "এই বাক্য বললে কি তালাক পতিত হতো??
আপনারা বলছেন কেনায়া বাক্যে নিয়ত আর উদ্দেশ্য ছাড়া পতিত হয়না তাই একটু বুঝায় বলবেন যে এই বাক্য বললে তালাক পরতো কিনা?
প্রশ্ন৩:আমি আধো স্বামী কে"""আমি তোমার জন্য হারাম হয়ে গেছি"" এই ধরনের কথা বলেছি কিনা সন্দেহ। ২ বছর আগের কথা তাই দুইজনের ই মনে নাই।এরপরো তীব্র সন্দেহ থেকে জানার জন্য প্রশ্ন করা।সন্দেহর ভিওিতে কি কোন তালাক হয়েছে?
প্রশ্ন:৪ যদি তালাকের অধিকার প্রাপ্তা স্ত্রী নিয়ত এবং উদ্দেশ্য ছাড়া যদি বলে ""আমি তাোমার জন্য হারাম" তাহলে কি তালাক পতিত হয়?জানার জন্য
শুনেছি উদ্দেশ্য ছাড়া কেনায়া বাক্য বললে তালাক হয়না।
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_230211_114538_692.sdoc-->