আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
ওস্তাদ এই বিষয় এইটাই শেষ প্রশ্ন, মেহেরবানহ করে একটু উওর দিন।
১।
http://ifatwa.info/68288/ ওস্তাদ এই লিংক এ কাফফারস সম্পর্কে প্রশ্ন করে ছিলাম।
ওস্তাদ বাজারে প্রচলিত কম দামি ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য নির্ধারণ করে দিলে হবে কি, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি রিপ্লাই দেন। এইটা জানা খুবই জরুরি, আমি স্টুডেন্ট ত খুব দামি টা ধরে দেওয়া সম্ভব না।
২। ওস্তাদ আপনি বলেছিলেন বাজারে দাম অনুযায়ী ১ কেজি ৬৫০ গ্রাম এর টাকা টা দিতে তখন আনুমানিক খোলা আটার দাম ৬০ টাকা করে ধরে ১ কেজি ৬৫০ গ্রাম ১০০ টাকা করে দিয়েছিলাম, আপনি বলেছিলেন তখন ১০০ টাকা করে দিলে হবে না, এখন আমি বাজারের দাম জিজ্ঞাসা করছিলাম ওনারা বললো ১ কেজি ৬৫০ গ্রাম খোলা আটার দাম ১০০ টাকা হয়, এখন কি আমার আগের দান কি হয়েছে??
৩। আগের দান কি কবুল হবে??
৪। ওস্তাদ একটা বিষয় খালি ওয়াসওয়াসা আসতাছে যে আমি মনে হয় আরো অনেক বিষয় কসম করেছিলাম এবং কয়েকটা ভঙগ করেছি, এইটা কেন আসতাছে বুঝতাছি না, আসলে করেছি কিনা সেইটা মনে নাই, এখন আমি কি করবো।